বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার-টু-সিলেট ফ্লাইট অব্যাহত রাখতে হবে। নর্থ ইংল্যান্ডে প্রবাসিদের সুবিধার্থে বিমানের
ফ্লাইট সংখ্যা বাড়াতে হবে। প্রবাসী বাংলাদেশিদের উপর বাংলাদেশ হাই কমিশনের চাপিয়ে দেওয়া বর্ধিত ‘নো ভিসা ফি’ প্রত্যাহার করতে হবে এবং কন্সুলার সার্ভিসকে আরো সহজ করতে হবে। এসব দাবি করা হয়েছে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি রিপোর্টাস এসোসিয়েশন নেবট্রা আয়োজিত প্রতিবাদ সমাবেশে।
বিমানের ম্যানচেস্টার-টু-সিলেট ফ্লাইট বাতিলের আশঙ্কার খবর পেয়ে প্রবাসিদের প্রতিবাদে এবং অন্যান্য দাবি-দাওয়ার সাথে একাত্মতা পোষণ করতে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি রিপোর্টার্স এসোসিয়েশন নেবট্রা ১৩ জানুয়ারী সোমবার নর্থ ইংল্যান্ডের রচডেল শহরে এই সমাবেশের আয়োজন করে।
নেবট্রা সভাপতি এম জি কিবরিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মওদুদ আহমদ ও প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ জামাল আহমদ মিজানের যৌথ পরিচালনায় সমাবেশে রচডেল, ওল্ডহ্যাম, ম্যানচেস্টার, লিডস-সহ নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহরের শতাধিক কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন রচডেলের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব খন্দকার আব্দুল মোছাব্বির (এমবিই), নিলা চৌধুরী, ডাঃ আজম খান, সৈয়দ মুজিব, মির্জা আসকির বেগ. শওকত আলী, নূরুল আমিন চৌধুরী, এম এ বসিত, মহসিন মিয়া, আলী হায়দার, আবিদুর রহমান আরজু সৈয়দ সুমিত, আব্দুল মুহিত, নেবট্রা উপদেষ্টা ফারুক যোশী ও গনি চৌধুরী, সহ-সভাপতি তৈয়বুর রহমান শ্যামল ও শাহ কাইয়ুম, সাবেক সভাপতি মোহাম্মদ শাহ জাহান, কোষাধ্যক্ষ দিলওয়ার হোসাইন শিবলী, সাংগঠনিক সম্পাদক শাহ মোবাশ্বির আলী, প্রচার সম্পাদক খালেদ আহমদ, নির্বাহী সদস্য বশির আহমদ সহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা প্রবাসীদের দাবি আদায়ে প্রয়োজনে দুর্বার আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। প্রয়োজনে প্রবাস থেকে রেমিট্যান্স বন্ধেরও হুঁশিয়ারি দেন।
সমাপনী বক্তব্যে নেবট্রা সভাপতি এম জি কিবরিয়া বলেন, বিমানের ম্যানচেস্টার-টু-সিলেট ফ্লাইট শুধু অব্যাহত রাখলেই চলবে না বরং প্রয়োজনে আরো বাড়াতে হবে। একই সাথে বিমানের আকাশচুম্বী ভাড়ার দৌরাত্ম্য থেকে প্রবাসিদের রেহাই দিতে অন্যান্য এয়ারলাইন্সকেও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার অনুমতি দিতে হবে।