বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। এতে বিদ্যুৎ বিক্রি বাবদ পাওনা অর্থ চেয়েছেনে ভারতীয় গণমাধ্যমে খবর বেরিয়েছে। এতে বলা হয়েছে, ৮০ কোটি ডলারের বকেয়া দ্রুত পরিশোধের জন্য সরকারপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন ভারতীয় এই ব্যবসায়ী।
ইকোনমিক টাইমস ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি গ্রুপ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে ৮০ কোটি ডলার পায় বলে উল্লেখ করা হয়েছে।
ঝাড়খান্ডের গড্ডায় অবস্থিত ১৬০০ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র থেকে আদানি গোষ্ঠী বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে। একটি নির্দিষ্ট সঞ্চালন লাইনের মাধ্যমে গত জুন থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। গত বাংলাদেশে আট থেকে নয় মাস ধরে বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানির ৮০ কোটি ডলার পাওনা হয়েছে বলে ইতিপূর্বে বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে।