নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও গণআন্দোলনের মধ্যে শ্রীলঙ্কা ছেড়ে পালিছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। ১২ জুলাই, মঙ্গলবার দিবাগত রাতে একটি সামরিক বিমানে করে মালদ্বীপে পাড়ি জমান তিনি।
দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও আগেই পদত্যাগের ইঙ্গিত দিয়ে রেখেছেন। এরপরই প্রশ্ন উঠেছে প্রেসিডেন্টের পলায়নের পর শ্রীলংকার শাসনভার কার হাতে। কার নির্দেশে পরিচালিত হচ্ছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটি।
গোতাবায়া দেশ ছাড়ার পর বিক্ষোভ শুরু করে সাধারণ মানুষ। তারা আজও সকালে রাস্তায় নেবে প্রতিবাদ করতে থাকেন। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পদত্যাগের দাবি করেন তারা। তবে জানা যাচ্ছে, গোতাবায়া দেশ ছাড়ার পরই বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এই আবহে শ্রীলঙ্কা জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশের পশ্চিমাঞ্চলে কারফিউ জারি করা হয়েছে।হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে শ্রীলঙ্কার পার্লামেন্ট স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে জানান, রাষ্ট্রপতি রাজাপাকসে তাকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী বিক্রমাসিংহেকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির রিপোর্টে দাবি করা হয়, বুধবার (১৩ জুলাই) শ্রীলঙ্কা ছেড়ে মালদ্বীপে গিয়ে পৌঁছেছেন গোতাবায়া। রাষ্ট্রপতি পদ থেকে আজই পদত্যাগ করতে পারেন তিনি।
উল্লেখ্য, এর আগে বিক্ষোভকারীরা তার সরকারি বাসভবনে ঢুকে পড়েছিলেন। সেই সময় বাসভবন ছেড়ে পালিয়েছিলেন তিনি। তখন থেকেই গোতাবায়ার দেশত্যাগের গুঞ্জন তৈরি হয়েছিল।
আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার