বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের ‘শিরোনাম’ ম্যাগাজিনের প্রকাশনা উৎসব

প্রবাসী যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হল বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের ‘শিরোনাম’ ম্যাগাজিনের প্রকাশনা উৎসব। মঙ্গলবার (৯ জুলাই ২০২৪) ইস্ট লন্ডনের ভ্যালেন্স রোডের কমিউনিটি হলে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কেএম আবুতাহের চৌধুরী।

প্রেস সেক্রেটারী মোহাম্মদ ইয়াওর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রবীন সাংবাদিক ও কমিউনিটি নেতা এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন ডঃ এম এ আজিজ, সাংবাদিক রহমত আলী ও নুরুল ইসলাম এমবিই।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মোহাম্মদ মোস্তফা, কবি ও সাংবাদিক নজরুল ইসলাম হাবিবী, সাংবাদিক মো: আনোয়ার হোসেন, সাংবাদিক আজিজুল আম্বিয়া, সাংবাদিক শিহাবুজ্জামান কামাল, সাংবাদিক বদরুজ্জামান বাবুল, সাংবাদিক মীর আব্দুর রহমান, লেখক ও কবি জামান আহমদ সিদ্দিকী, টিভি প্রেজেন্টার মাওলানা আব্দুল কুদ্দুছ, প্রভাষক আব্দুল হাই, শফিক মিয়া, শেখ মনোয়ার হোসেন, হাজী ফারুক মিয়া, কবি আসমা মতিন, সৈয়দা ইশরাত নাসিম কুইন প্রমুখ। দোয়া পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা ও লেখক মাওলানা আব্দুল মালিক।

প্রকাশনা উৎসবে বক্তারা ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের বিভিন্ন কর্মকাণ্ডের ভূঁয়শী প্রশংসা করেন এবং তথ্যবহুল লেখা নিয়ে ‘শিরোনাম’ ম্যাগাজিন প্রকাশ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে গৃহীত প্রস্তাবে রুশনারা আলী এমপি ও টিউলিপ সিদ্দিকী এমপি বৃটিশ সরকারের মন্ত্রী হওয়ায় তাদের অভিনন্দন জানিয়ে গাজার যুদ্ধ বন্ধ-সহ কমিউনিটির উন্নয়নে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করবেন বলে আশা প্রকাশ করা হয়। অপর প্রস্তাবে দীর্ঘ কয়েক বছর অতিবাহিত হওয়ার পরও সাংবাদিক দম্পতি সাগর-রুনীর বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করার দাবী জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *