জাপান ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় ঢাকাকে বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে ১০৬ কোটি ৩০ লাখ ডলার দেবে জাপান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
১.০৬৩ বিলিয়ন ঋণ সহায়তা ও অনুদানের মধ্যে ৪১৮ মিলিয়ন ডলার ডেভেলপমেন্ট পলিসি লোন হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক খাতের সংস্কার এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য দেয়া হবে। এছাড়া জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথকে ডুয়েল-গেজ ডাবল লাইনে উন্নীত করার জন্য ৬৪১ মিলিয়ন ডলার লোন এবং বৃত্তির জন্য অনুদান হিসেবে আরও ৪.২ মিলিয়ন ডলার ঋণ দেবে টোকিও।
শুক্রবার (৩০ মে) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে এ আর্থিক সহায়তা অনুমোদন দেয় দেশটি।