বন্যায় বিপর্যস্ত সিলেট ও সুনামগঞ্জ জেলার মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা নিশ্চিতে প্রাথমিকভাবে ১.৯৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। ২১ জুন, মঙ্গলবার পিকেএসএফ এর উপ-মহাব্যবস্থাপক মো: মাহুফুজুল ইসলাম শামীম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ বার্তা জানানো হয়।
বন্যার্তদের মাঝে জরুরি খাদ্য সামগ্রী, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণের জন্য এ অর্থ ব্যয় হচ্ছে। পিকেএসএফ-এর ১১টি সহযোগী সংস্থার (এনজিও) ৯৯টি শাখা অফিসের মাধ্যমে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। পিকেএসএফ থেকে বরাদ্দকৃত তহবিলের পাশাপাশি সহযোগী সংস্থাগুলো নিজেদের তহবিল ব্যবহার করেও বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।পরবর্তীতে বন্যা পরিস্থিতি বিবেচনায় বরাদ্দ বৃদ্ধিসহ জরুরি সহায়তা কার্যক্রম জোরদার করতে সকল প্রস্তুতি নিয়েছে পিকেএসএফ। এ লক্ষ্যে, পিকেএসএফ-এ একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে, যা বন্যা পরিস্থিতি সম্পর্কে সার্বক্ষণিক খোঁজখবর রাখছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এছাড়া বন্যাকালীন ও বন্যা-পরবর্তী সময়ে জীবিকায়ন কার্যক্রম পরিচালনায় সহযোগী সংস্থাদের করণীয় বিষয়ক একটি নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে।
আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার