মুঘল সম্রাট শাহজাহানের ভালোবাসার প্রতীক হয়ে ৪০০ বছর ধরে দাঁড়িয়ে আছে তাজমহল। আর এ দীর্ঘ সময় ধরেই এক রহস্যের বেড়াজালে নিজেকে আবৃত করে রেখেছে এই ঐতিহাসিক স্থাপনা। রাজকীয় এই সমাধিস্তম্ভে তালাবদ্ধ অবস্থায় সব সময়ই রয়েছে ২২টি তালাবদ্ধ কক্ষ। এমন কী আছে সেসকল কক্ষের ভেতরে তা জানতেই যুগের পর যুগ যত কৌতূহল! এর সেই রহস্যকে উন্মোচনের দাবি জানিয়েছিলেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
ওই ২২ কক্ষগুলো খোলার দাবি নিয়ে এলাহাবাদ আদালতের দারস্থ হয়েছিলেন দলটির অযোধ্যা শাখার মিডিয়া ইনচার্জ ড. রজনীশ সিং।
আবেদনের পর বিজেপি নেতা রজনীশ বলেছিলেন, তাজমহলের ২২টি বন্ধ কক্ষ খুলে দিতে আদালতে আর্জি জানিয়েছি। তালাবদ্ধ কক্ষে কী আছে, সত্যটা যাই হোক প্রকাশ্যে আসা উচিত।
এমন আবেদনের কারণ বলতে তিনি জানান, তাজমহল নিয়ে বিতর্ক রয়েছে। আমি আদালতে একটি পিটিশন দাখিল করেছি, যেন এই কক্ষগুলো খোলার নির্দেশ দেওয়া হয়। এই দরজাগুলো খোলা হলে যাবতীয় বিতর্ক থেমে যাবে, তা করতে তো কোনো ক্ষতি নেই।
কিন্তু তাজমহলের রহস্যঘেরা সেই ২২টি কক্ষ খোলার আবেদন নাকচ করে দিয়েছেন ভারতের এলাহাবাদ হাইকোর্ট। ১২ মে, বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে এমনটাই জানা যায়।প্রতিবেদনে বলা হয়েছে, এলাহাবাদ হাইকোর্ট ১২ মে, বৃহস্পতিবার তাজমহলের ‘ইতিহাস’ নিয়ে তদন্তের আবেদন খারিজ করে দিয়ে জানান, এগুলো আদালতের এখতিয়ারের বাইরে। বিষয়টি ইতিহাসবিদদের কাছেই ছেড়ে দেওয়া উচিত।
উল্লেখ্য, তাজমহলের উত্তর দিকে লাল স্যান্ডস্টোনের বড় প্ল্যাটফর্ম থেকে দু’টি সিঁড়ি নেমে গেছে নিচে। সেখানে আছে ১৭টি কক্ষ। সেগুলো বন্ধ। এর নিচে রয়েছে একটি অলিন্দ। সেই অলিন্দ ঘুরে গিয়ে পৌঁছেছে মূল সমাধিস্থলের নিচে।
বিশ্লেষকদের মতে, পাথরের তৈরি ঘরগুলোতে বেশি মানুষজনের ভিড় হলে তাদের নিশ্বাস থেকে নির্গত কার্বন ডাই অক্সাইডের সংস্পর্শে এসে রাসায়নিক বিক্রিয়ায় মূল কাঠামোর শ্বেতপাথরের ক্ষতি হতে পারে। সে কারণেই ওই ঘরগুলি বন্ধ করে রাখা হয়েছে।
আরও পড়ুন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার