চলতি বছরের যে কোনো মুহূর্তে সপ্তম পারমাণবিক পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া, এমনই এক মন্তব্য করেছেন উত্তর কোরিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সাং কিম। গত ৫ জুন, রোববার উত্তর কোরিয়া রেকর্ড অষ্টম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালানোর পর এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
সাং কিম জানিয়েছেন, ২০১৯ সালে রেকর্ড ভাঙা ২৫টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালেও এরই মধ্যে উত্তর কোরিয়া এ বছর ৩১টি পরীক্ষা চালিয়েছে। এখন কেবল জুন মাস অথচ উত্তর কোরিয়া এই বছর নজিরবিহীন পরিমাণ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।
তিনি আরও বলেন, তবে উত্তর কোরিয়ার কর্মকর্তারা যেসব বক্তব্য ব্যবহার করছেন তাতে কৌশলগত কিংবা ছোট আকারের পারমাণবিক অস্ত্রের ব্যবহারের ইচ্ছার ইঙ্গিত মিলেছে। পরবর্তী ধাপের এই পরীক্ষা যে কোনো মুহূর্তে হতে পারে।এদিকে, যুক্তরাষ্ট্রের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান জানিয়েছেন, এ ধরনের কোনো পারমাণবিক পরীক্ষার ‘দ্রুত এবং শক্তিশালী প্রতিক্রিয়া’ দেখানো হবে। উত্তর কোরিয়া বিগত পাঁচ বছরে কোনো পারমাণবিক পরীক্ষা চালায়নি। সিউলে দক্ষিণ কোরিয়া এবং জাপানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন তিনি।
উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা বিষয়ে শেরম্যান আরও বলেন, আমি বিশ্বাস করি শুধু দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং জাপান নয়, সমগ্র বিশ্ব এতে একটি শক্তিশালী এবং স্পষ্টভাবে প্রতিক্রিয়া জানাবে।
সূত্র: বিবিসি
আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার