এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি জিয়া হকের কিশোর কবিতার বই ‘ঢেউ দোলানো নদীর মায়া’। ফুল, পাখি, নদী, মেঘ, বন, মাঠ, দেশ ও রূপ-প্রকৃতি নিয়ে লেখা ৩০টা কবিতা দিয়ে সাজানো হয়েছে বইটি।
কিশোর কবিতার বইটি নিয়ে জিয়া হক বলেন, “কিশোরকাব্য ‘ঢেউ দোলানো নদীর মায়া’য় সময়ের প্রতিক্রিয়া লক্ষণীয়; তবে বিভিন্ন অনুষঙ্গ দিয়ে বইটিকে সমৃদ্ধ করতে চেষ্টা করেছি। দেশ, বিশ্ব, আগ্রাসন, মুক্তিযুদ্ধ, শিশু, ভিনদেশী কালচার, আড়িয়ালখাঁ-পালং-মধুমতি-ময়নাকাটা প্রভৃতি নদী, বিল, ঝিল, বাগান, প্রকৃতি, স্কুল, মাঠ, ক্ষেত, ফল, ফুল, পাখি, খেলা, বিকেল, সকাল, গ্রাম, মাছ, জেলে, চাষী, আবেগ, আশাবাদ, স্মৃতি, বিপর্যয়, মহামারী, ঘুষ, দুর্নীতি, খুন, ব্যবসা, মুদ্রাস্ফীতি, মূল্যবোধের অবক্ষয়, বেকারত্ব, বিবিধ সামাজিক সমস্যা, কৈশোর, বাৎসল্য প্রভৃতিকে অল্প-বিস্তর ছুঁতে চেষ্টা করেছি কবিতায়।
জিয়া আরও বলেন, “প্রায় ৩০টি ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে ৩০টি কবিতা দিয়ে বইটি সাজানোর চেষ্টা করেছি। দীর্ঘ ১০ বছরের বিভিন্ন সময়ে লেখা অপ্রকাশিত কবিতার সংকলন মূলত ‘ঢেউ দোলানো নদীর মায়া’। পাঠক প্রতিটা ছড়া-কবিতায় আলাদা স্বাদ পাবেন বলেই বিশ্বাস। কিশোর কবিতার নতুন জগতের আশার দরজা খুলে দিবে এই বই।”
২০০৫ সালে স্কুল গণ্ডি পেরোনোর আগেই জিয়া হকের কিশোর কবিতার বই ‘গন্ধরাজের ডানা’ প্রকাশিত হয়। ২০১৩ সালে প্রকাশিত হয় প্রেমানুকাব্য ‘মিস তোকে মিস করি’ এবং কিশোরকাব্য ‘বন নাচে মন নাচে’।
‘ঢেউ দোলানো নদীর মায়া’ বইটি প্রকাশ করেছে সরলরেখা প্রকাশনা সংস্থা, স্টল নং ৩৫৬ (সোহরাওয়ার্দী উদ্যানে)। প্রচ্ছদ করেছেন প্রখ্যাতশিল্পী হাশেম খান। নামলিপি আরিফুর রহমান এর। অলংকরণ মোহাম্মদ শাহযাদা। দাম রাখা হয়েছে ২৬৮ টাকা।
জিয়া হকের জন্ম মাদারীপুরের শিবচরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এই কবি বর্তমানে সাংবাদিকতা পেশায় যুক্ত।