ফ্যাসিজমকে পুরোপুরি বিদায়ের লক্ষ্যে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিজম বিদায় হয়নি। দুঃখজনক হলেও সত্য যে, ফ্যাসিজমের কালো ছায়া এখনো জাতির ঘাড়ে রয়ে গেছে।

মঙ্গলবার (৩ জুন ২০২৫) দুপুরে রাজধানী ঢাকার বনানীতে হোটেল শেরাটনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক সর্বসম্মত রায়ের মাধ্যমে জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়া উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিজমকে পুরোপুরি বিদায়ের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার। যার মধ্য দিয়ে একটা ন্যায্য সরকার গঠিত হবে। যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।

নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে আমীরে জামায়াত বলেন, বর্তমান নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশা, তারা যেন তাদের চেয়ারের মর্যাদা রক্ষা করেন। আমরা কারো কাছে কোনো পক্ষপাতিত্ব চাই না। আবার কারো ওপর কোনো অন্যায় হোক সেটাও চাই না। তারা যে জায়গাটায় বসেছেন, সেটা একটা আমানতের জায়গা, সম্মানের জায়গা এবং জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দেয়ার জায়গা। আমরা আশা করব, তারা যেন তাদের সম্মান রক্ষা করে চলেন।

ডা. শফিকুর রহমান আরো বলেন, নির্বাচন কমিশন যদি তাদের সম্মান রক্ষা করে চলেন, তাহলে জামায়াতে ইসলামী তার জায়গা থেকে সকল প্রকার সহযোগিতা তাদের দেবে। আর যদি এখানে কোনো ব্যতিক্রম আমরা লক্ষ্য করি, তাহলে অবশ্যই সেই দায়িত্ব আমরা পালন করব। আমরা চুপ থাকব না। এই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে জামায়াতে ইসলামীর ঐতিহাসিক অবদান রয়েছে বলে উল্লেখ করেন আমীরে জামায়াত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *