ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়ার গ্যাস কোম্পানি গ্যাজপ্রম। মূলত ন্যাটো জোটের সদস্যপদের জন্য আবেদন করে রাশিয়ার এই তোপের মুখে পড়েছে ফিনল্যান্ড। খবর বিবিসির।
ফিনল্যান্ড যখন ন্যাটো জোটের সদস্যপদের জন্য আবেদন করে ঠিক সে সময়েই রাশিয়ার তোপের মুখে পড়ে দেশটি। যদিও রাশিয়া বলছে ভিন্ন কথা। তাদের দাবি রুশ মুদ্রা রুবলে গ্যাসের অর্থ পরিশোধ করতে রাজি না হওয়ায় ফিনল্যান্ড এর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এক বিবৃতিতে গ্যাসগ্রিড ফিনল্যান্ড বলেছে, ইমাত্রা প্রবেশ পয়েন্ট দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফিনিস রাষ্ট্রীয় মালিকানাধীন পাইকারি গ্যাস বিক্রেতা গ্যাজম গ্যাস সরবরাহ বন্ধের তথ্য নিশ্চিত করেছে।
বিবিসির খবরে আরও বলা হয়, রাশিয়া থেকে ফিনল্যান্ডে এই ইমাত্রা পয়েন্ট দিয়ে গ্যাস সরবরাহ করা হতো।

