প্রায় ৫০ কোটি টাকার র‌্যাফল ড্র জিতলেন বাংলাদেশি আরিফ

সাম্প্রতিক
শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতে দুই কোটি দিরহাম লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আরিফ খান। বাংলাদেশি টাকায় তিনি প্রায় ৫০ কোটি (বাংলাদেশি মুদ্রায় ৪৮ কোটি ৫৭ লাখ টাকা) টাকা জিতেছেন। এক দিরহাম সমান ২৪ দশমিক ২৯ টাকা। আমিরাতের শারজাহতে তিনি বিগ টিকিট আবুধাবির ‘মাইটি টোয়েন্টি মিলিয়ন’ র‍্যাফল ড্রর টিকিট কিনেছিলেন। এ খবর দিয়েছে খালিজ টাইমস

বাংলাদেশের রাজধানী ঢাকার অধিবাসী আরিফ খান সৌদি আরবে দীর্ঘ প্রবাসজীবন কাটিয়েছেন। চার বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে বসবাস করছেন। সেখানে একটি গাড়ি মেরামতের দোকান চালান তিনি।

এক বছর ধরে নিজের ভাগ্য পরীক্ষা করতে লটারি কিনছিলেন আরিফ। গত ২৭ মে তাঁর কেনা বিগ টিকিটের ১৪৪৪৮১ নম্বরের কুপনটি জিতে নিয়েছে পুরস্কার। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইতে র‌্যাফল ড্র অনুষ্ঠিত হয়।৩৬ বছর বয়সী আরিফ বলেন, ‘আমি সব সময় একা একাই টিকিট কিনেছি। কেবল নিজের ভাগ্য পরীক্ষা করছিলাম। জীবনে আর কোনো লটারির টিকিট কিনিনি। এক বছর ধরে টিকিট কিনছিলাম।’

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, আরিফের কাছে জানতে চাওয়া হয়েছিল, বাংলাদেশি মুদ্রায় তাঁর পুরস্কারের মূল্য কত। আরিফ হিসাব করতে শুরু করেছিলেন ঠিকই, তবে একপর্যায়ে হাল ছেড়ে দেন।

আরিফ জানান, পুরস্কারের অর্থ দিয়ে অভাবী মানুষদের সহায়তা করতে চান তিনি। এ বাংলাদেশি বলেন, ‘আমার দুই সন্তান, স্ত্রী ও মা-বাবা আছেন। আমার ভাই এখানে একটি দোকান চালায়। আমরা সুখী পরিবার। আমার আশা, এ অর্থ দিয়ে অন্যদের সহযোগিতা করা যাবে। বিশ্বে অর্থকড়ি সবচেয়ে বিপজ্জনক জিনিস। সে কারণে অন্যদের সহযোগিতার জন্য আমি এগুলো ব্যবহার করতে চাই, নিজেকে বদলাতে চাই না।’

আরও পড়ুন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *