প্রথম বিদেশ সফরে ইরাক গেলেন ইরানের প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে প্রতিবেশী দেশ ইরাক গেলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (১১ সেপ্টেম্বর ২০২৪) তিনি বাগদাদ পৌঁছেছেন।

জুলাই মাসে নির্বাচিত হওয়ার পর প্রথম সফরে পেজেশকিয়ানকে বাগদাদ বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। এই সফরে দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক আরও গভীর হবে বলে উভয়পক্ষ আশাবাদী।

ইরানের অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নিষেধাজ্ঞার প্রভাব প্রশমিত করতে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ককে অগ্রাধিকার দেয়ার অঙ্গীকার করেছেন পেজেশকিয়ান। রাশিয়াকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করায় মঙ্গলবার পশ্চিমা শক্তিগুলো ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়ার পর তিনি এ সফর করছেন।

গাজা যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে অস্থিরতা দেখা দিয়েছে, যা এই অঞ্চল জুড়ে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে টেনে এনেছে এবং ওয়াশিংটনের সাথে বাগদাদের সম্পর্ককে জটিল করে তুলেছে।

ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা জানান, মঙ্গলবার রাতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জঙ্গিবিরোধী জোটের ঘাঁটিতে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরাকে ইরান সমর্থিত কেতায়েব হিজবুল্লাহর (হিজবুল্লাহ ব্রিগেড) একজন মুখপাত্র বলেন, মঙ্গলবার রাতের এই হামলার লক্ষ্য ছিল ‘ইরানি প্রেসিডেন্টের বাগদাদ সফর ব্যাহত করা।’ – ভিওএ, এএফপি, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *