প্রতিবন্ধী মানুষ
গীতিকবি: সাঈদ চৌধুরী
সুর, সংগীত ও কন্ঠ: ফাহিম ফয়সাল
প্রতিবন্ধী অসহায় মানুষের দিকে নয়ন মেলে চাও
বিকলাঙ্গ বলে করোনা হেলা একটু আদর দাও
অনাদরে যেওনা ফেলে যখন এসেছে ফাগুন
‘বোবা’ ও ‘কানা’ বলে অন্তরে দিওনা আগুন।
ভারসাম্যহীন জেনে ঠেলে দিওনা দূরে অনাদরে
‘কপাল পোড়া’ বলে লুকিয়ে রাখোনা বদ্ধঘরে।।
🎶 অক্ষমতায় অভিশাপ রূপে দিওনা মনে ব্যথা
অবলা ভেবে তুচ্ছ করে বলোনা কোন কথা
তারাও আল্লাহর সৃষ্টি আমাদেরই আপনজন
এদের মাঝে রয়েছে অনেক মেধা ও মনন।
ভারসাম্যহীন জেনে ঠেলে দিওনা দূরে অনাদরে
‘কপাল পোড়া’ বলে লুকিয়ে রাখোনা বদ্ধঘরে।।
🎶 সুন্দর এই পৃথিবীতে তাদেরও আছে অধিকার
সৃজনশীলতা সুপ্ত ভাবনার বিকাশ ঘটাবার
একটুখানি আদর-ভালোবাসা মন–মন্তরে
নিবিড় প্রভাব জাগাবে প্রতিবন্ধীর অন্তরে।
ভারসাম্যহীন জেনে ঠেলে দিওনা দূরে অনাদরে
‘কপাল পোড়া’ বলে লুকিয়ে রাখোনা বদ্ধঘরে।।