মানুষ যত আধুনিক হচ্ছে, ততোই বদলাচ্ছে তার রুচি, চাল-চলন, আচার-আচরণ, কথাবার্তা, আসবাবপত্র ও বাসস্থান। যুগের সাথে তাল মিলিয়ে ও সময়ে প্রয়োজনে মানুষ কত কিছুইতো করে থাকে। কোন একসময় যা ছিলো অসাধ্য, যা ছিলো কল্পনাতীত তা এখন একেবারেই চলে এসেছে হাতের মুঠোয়। এক ক্লিকেই এখন হয়ে যাচ্ছে অনেক কিছু। যাই হচ্ছে না কেন সবগুলোর পেছনে রয়েছে ভিন্ন ভিন্ন কারণ। রয়েছে ভিন্ন ভিন্ন পরিবেশ ও চাহিদা।
যেহেতু মানুষ সময়কে প্রতিনিধিত্ব করে সেহেতু মানুষ তার নিত্যপ্রয়োজনীয় আসবাবপত্র ও বাসস্থানকে যথেষ্ট গুরুত্ব দেয়। একটি সুন্দর পরিবেশ ও বাসস্থানের জন্য প্রতিটি মানুষই রাতদিন পরিশ্রম করে। অব্যাহত রাখে প্রচেষ্টা। পরিবর্তনশীল এই মানুষই যার যার প্রয়োজনে প্রতিনিয়ত গড়ছে সব নিয়মনীতি।
সভ্যতার পরিক্রমায় যখন থেকে মানুষ পাকা বাড়ীতে থাকা শুরু করেছে তারপর ধীরে ধীরে মানুষ নগর সভ্যতায় আকৃষ্ট হতে থাকে। তখন থেকেই মানুষের মাঝে লাগতে শুরু করে শহুরে আভিজাত্যের নানান ছোঁয়া। আর নির্মাণ শুরু হয় নতুন নতুন সব অবকাঠামোর। আবার সেগুলো ভাঙ্গতেও হয় নানা কারনে। তবে আজকাল অনেক পুরনো বাড়ীকে দেখা যাচ্ছে নতুন রূপে। এতে অনেকেই অবাক হয়ে তলিয়ে যান ভাবনার সাগরে। আর মনে মনে নিজেকেই প্রশ্ন করেন, আরে, পুরনো বাড়ী নতুন হলো কি করে? আবার নিজেই স্বগোতোক্তি করে বলেন, বাহ, দারুনতো। এটাও সম্ভব? আসলে বর্তমান বিশ্বে অসম্ভব বলে কিছু নেই। তাইতো মানুষ আজও চাঁদে গিয়ে বসবাসের স্বপ্ন দেখে।
এদিকে নগর জীবনে অনেকেই স্বপ্ন দেখেন সুন্দর একটি বাড়ী গড়ার, স্বপ্ন একটি ঠিকানার। অনেকেই তার কাঙ্খিত স্বপ্ন পূরণ করে ফেলেছেন বহু আগেই আবার অনেকের স্বপ্ন এখনও অধরাই রয়ে গেছে। আর সে স্বপ্নের বাড়ী বা অ্যাপার্টমন্টেটি ব্যবহারের কারণেই হোক কিংবা অযত্নে অবহেলার কারণেই হোক তা আর আগের মত সুন্দর থাকছেনা। থাকছেনা বাড়ীর নান্দনিক সৌন্দর্য্যও। এই যেমন- বাড়ীর দেয়াল ড্যাম্প হয়ে যাওয়া, প্লাস্টার খসে পড়া, রঙ নষ্ট হয়ে যাওয়া, স্যানিটারি সমস্যা, ইলেক্ট্রিক সুইচ নষ্ট হয়ে যাওয়া ইত্যাদি। অথচ এই কিছুদিন আগেও স্বপ্নের ঠিকানাটি নির্মাণ করার মত অনেক প্রতিষ্ঠান থাকলেও তা রক্ষণাবেক্ষনের জন্য ছিলো না কোন সেবামূলক প্রতিষ্ঠান।
উন্নত বিশ্বে পুরনো বাড়ী না ভেঙ্গে বরং অল্প খরচে হোম রিপেয়ার বা দক্ষতার সাথে নতুন করে বাড়ী সংস্কার ও রক্ষণাবেক্ষণের এই চমৎকার ধারণাটি নিয়ে বহুবছর ধরে গবেষণা ও কাজ চলছে। সাধ্যের মধ্যে সব চাহিদা পূরণ হওয়ায় উন্নত বিশ্বের মত আমাদের দেশেও এখন ‘হোম রিপেয়ার’ এর কনসেপ্টটি বেশ জনপ্রিয়তা পাচ্ছে।
এই বিষয়গুলো নিয়ে সেবা দিতে বাংলাদেশে সর্বপ্রথম যে প্রতিষ্ঠানটি কাজ শুরু করে সেটি হচ্ছে ‘কম্প্রোমাইজ বিল্ডিং মেইনটেনেন্স অ্যান্ড হোম রিপেয়ার’। এই সেবার বিষয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল বাকের সরকার বাবর বলেন, “আমি সর্বদা নতুন কিছু করার স্বপ্নেই বিভোর থাকি। যার ফলেই আমার মাথায় এই বিষয়টি চলে আসে। বর্তমানে আমি যে কনসেপ্টটি নিয়ে কাজ করছি তা বাংলাদেশে একেবারেই নতুন। দেশে আমি প্রথম ও একমাত্র যে কিনা এই বিষয়টি নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে কাজ শুরু করি। এর আগে কেউ এই কনসেপ্টে সেবা দেয়ার কথা ভাবেনি। ‘পুরাতনে নতুন ছোঁয়া’ এই শ্লোগানকে সামনে রেখে ২০১৪ সালে শুরু করি এই গ্রাহকসেবা কার্যক্রম। ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বলতে পারি, আমার বাসায় প্রায়ই মেইনটেনেন্স নিয়ে বিভিন্ন সমস্যা দেখা দিতো। যেমন- স্যানিটারি সমস্যা, দরজা নষ্ট হওয়া, দেয়াল নষ্ট হওয়া কিংবা দেয়ালের রঙ নষ্ট হয়ে যাওয়া ইত্যাদি। ঢাকা সহ সারা দেশের প্রায় সবখানেই এই সমস্যাটি খুব সাধারণ। নানা কারনে এই সমস্যাগুলো হয়।”
তিনি আরও বলেন, যেহেতু একটি সমস্যা হলে তার সমাধান থাকাটাও জরুরি। সেহেতু আমি এটা নিয়ে গভীরভাবে চিন্তা করি। অথচ সবাই হয়তঃ দক্ষহাতে এই সমস্যাগুলোর সমাধান পায়না। যার ফলে অনেকের সখের জিনিসও নষ্ট হয়ে যায়। মূলতঃ এসব সমস্যার সমাধান করার জন্য আমার মাথায় এই সেবাটি দেয়ার চিন্তা আসে। আমরা ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে ১২ থেকে ২৪ ঘন্টার মধ্যে হোম রিপেয়ার ও বিল্ডিং মেইনটেনেন্স সংক্রান্ত প্রায় সবধরণের সেবাই দিয়ে থাকি। যেমন- ড্যাম্প ওয়াল রিপেয়ার, রঙ করা, টাইলস, কাঠ, প্ল্যাম্বিং অ্যালুমিনিয়াম, ক্লিনিং, বিদ্যুৎ, গ্রিল এবং সিভিলের কাজ ইত্যাদি। সবচেয়ে ভালোলাগার বিষয় হচ্ছে, যখন থেকে আমি এই সেবাগুলো দেয়া শুরু করি এর কিছুদিন পর থেকেই মানুষের বেশ ভালো সাড়া ও উৎসাহ পেতে থাকি। কারণ, মানুষ সবসময় চায় তার সখের বাড়ীর ভেঙ্গে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া অংশটি যেন পুরোপুরি না ভেঙ্গে কম খরচে দক্ষহাতে আরো নান্দনিকভাবে সংস্কার করে উপস্থাপন করা যায়। তাই আমাদের দক্ষ জনবল নিয়ে ফ্ল্যাট, বাসা বা অফিসের রং করা সহ সকল প্রকার রিপেয়ারিং এর কাজ করে আমরা প্রতিনিয়ত মানুষের সেবা দিচ্ছি।”
পাঠক, আপনার ফ্ল্যাট, বাসা বা অফিসকে নতুনভাবে সাজাতে বা যে কোন সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করতে পারেন: ‘কম্প্রোমাইজ বিল্ডিং মেইনটেনেন্স অ্যান্ড হোম রিপেয়ার’ কর্তৃপক্ষের সাথে। যোগাযোগ করুন- ০১৭১৫-৪৫৭০৯৯, ০১৭৯৮-৬৬৮৮৬৬ এই নম্বরে। এছাড়াও বিস্তারিত জানতে ভিজিট করুন: https://facebook.com/homerepairbd ফেসবুকের এই পেইজ এবং www.homerepairbd.com এই ওয়েবসাইটে। আর সাধ্যানুযায়ী নতুন করে সাজিয়ে নিন আপনার স্বপ্নের প্রিয় আবাসস্থল।
আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার