পাকিস্তানের প্রবীণ রাজনীতিবিদ ও জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই) প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, ‘পাকিস্তানের উচিৎ স্পষ্টভাবে ইরানের পাশে দাঁড়ানো।’ বৃহস্পতিবার (১৯ জুন) দেশটির জাতীয় সংসদে এক আবেগঘন ভাষণে তিনি এ মন্তব্য করেন।
এ সময় মাওলানা ফজলুর রহমান আরো বলেন, যখন ইরান ইসরাইলের বিরুদ্ধে জবাব দেয়, তখন বিশ্বশক্তিগুলো তার হাতে বাঁধন পরায়। অথচ ইসরাইলকে গাজার বিরুদ্ধে যুদ্ধ চালাতে পুরো স্বাধীনতা দেয়া হয়। আমরা গাজা, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইরাক ও ইরানের সাথে একাত্মতা ঘোষণা করছি। হিন্দু ও ইহুদি শক্তি ঐক্যবদ্ধ। এ অঞ্চলকে ধ্বংস করাই ইহুদি-হিন্দু শক্তির মূল অ্যাজেন্ডা।
জমিয়তে প্রধান অভিযোগ করে বলেন, ইসরাইল সম্প্রতি সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। গাজায় তাদের একটানা বোমাবর্ষণে ৬০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। দুই দিনেই প্রাণ হারিয়েছে দেড় হাজারেরও বেশি মানুষ। অথচ ওআইসি নামক সংগঠনটি এখন শুধুই এক প্রতীকী প্রতিষ্ঠান। আন্তর্জাতিক মহলের নিরবতা প্রমাণ করে, ফিলিস্তিনিদের জীবনের কোনো মূল্য নেই। সূত্র: জিও নিউজ