ক’দিন আগেই সামাজিক মাধ্যমে ফাঁস হয় স্পেনে শুটিং চলাকালীন শাহরুখের আসন্ন সিনেমা ‘পাঠান’-এর সেটের বেশ কিছু ছবি। যার ভেতর একটি ছবিতে শাহরুখের দেখা মেলে শার্টলেস ‘এইট প্যাক অ্যাবস’এ।
যদিও সেসময় শুটিং সেটের ছবি ফাঁস হওয়ায় সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন এই সুপারস্টার। তবে এবার নিজের আসন্ন সিনেমার লুক নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করলেন তিনি।
২৬ মার্চ, শনিবার নিজের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে নিজের ‘পাঠান’ লুকের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে এই সুপারস্টার লেখেন, ‘শাহরুখ যদি একটু থামেও তাহলে পাঠানকে থামাবে কী করে…? অ্যাপ এবং অ্যাবস দুইটাই বানিয়ে ফেলবো।’ছবিতে শাহরুখকে দেখা গেছে ‘এইট প্যাক অ্যাবস’ এর সাথে লম্বা চুলের ঝুঁটিতে। পরনে কার্গো প্যান্ট। শার্ট নেই গায়ে। তবুও যেন তার সুগঠিত পেশিতে নজর কাড়ছে সবার! দেশ বিদেশের হাজার হাজার ভক্ত অনুরাগীরা ‘পাঠান’ লুকে প্রিয় তারকার ছবিটি শেয়ার করছেন!
শাহরুখ ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন দীপিকা পাডুকোন, জন আব্রাহাম ও ডিম্পল কাপাডিয়া। এছাড়াও ছবিতে বিশেষ ভূমিকায় দেখা যাবে সালমান খানকেও।
জানা গেছে, সিনেমাটিতে শাহরুখ খান ও দীপিকা পাডুকোনকে দেখা যাবে ভারতীয় গুপ্তচর সংস্থার অফিসারের ভূমিকায়। প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই স্পাই অ্যাকশন থ্রিলার ছবিটি প্রযোজনা করছে যশরাজ ফিল্মস।
২০২৩ সালের ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘পাঠান’। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে এই ছবি।
https://www.facebook.com/photo.php?fbid=529242325225277&set=a.271269304355915&type=3