করোনা মহামারীর সংক্রমণ প্রতিরোধে মক্কা ও মদিনার প্রধান দুটি মসজিদে অনির্দিষ্টকালের জন্য এতেকাফ স্থগিত করা হয়। দেশটিতে করোনার সংক্রমণ নিম্নমুখী। এ কারণে চলতি বছর থেকে রমজানে এতেকাফের অনুমতি দিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। গতকাল বুধবার (২৩ মার্চ) সউদী গ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মক্কার গ্র্যান্ড ও মদিনার প্রফেট‘স মসজিদ কমিটির এক বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে কমিটির প্রধান ড. আবদুল রহমান আল-সৌদিস আনুষ্ঠানিকভাবে এতেকাফের ঘোষণা দেন।
শিগগিরই সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে এতেকাফের অনুমতি ঘোষণা করা হবে। তবে এতেকাফের সময় নির্দিষ্ট কিছু শর্ত মেনে চলতে হবে। এর আগে এতেকাফের জন্য সরকারের পক্ষ থেকে একটি দিকনির্দেশনা প্রকাশ করা হয়। জানা যায়, রমজানের শেষ ১০ দিন প্রায় এক লাখের বেশি মানুষ মসজিদ দুটিতে এতেকাফ করেন।