তুরস্কে ১৫০ মিলিয়ন ব্যারেল নতুন তেলক্ষেত্রের সন্ধান

সময় সংবাদ সাম্প্রতিক
শেয়ার করুন

নতুন তেলক্ষেত্রের সন্ধান পেয়েছে তুরস্ক। দেশটির গাবার পাহাড়ে পাওয়া গেছে প্রায় ১৫০ মিলিয়ন ব্যারেল তেল। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিরনাক প্রদেশে অবস্থিত নতুন এই তেলের খনির।

গত সোমবার মন্ত্রীসভার এক বৈঠকে এই আবিষ্কারের কথা জানান প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। এ খবর দিয়েছে আরটি।

খবরে জানানো হয়, নতুন তেলক্ষেত্র থেকে ১২ বিলিয়ন ডলারের জ্বালানি পাওয়া যাবে। ২০২২ সালে ভূমিতে যতগুলো নতুন তেলক্ষেত্র পাওয়া গেছে তার মধ্যে এটি সবথেকে বড়গুলোর একটি।

এরদোগান বলেন, আমরা এ অঞ্চল থেকে প্রতিদিন ৫০০০ ব্যারেল করে তেল উৎপাদন করি। এই তেলের মান অত্যন্ত ভাল। করোনা মহামারী চলাকালীন অনেক তেল ও প্রাকৃতিক গ্যাস কোম্পানি তাদের কাজ বন্ধ করে দিয়েছিল। কিন্তু তুরস্ক সবসময় তার খনির অনুসন্ধান চালিয়ে গেছে।

২০২১ সালে ৩৪টি নতুন তেলক্ষেত্র আবিষ্কার করা হয়েছে। ফলে আমাদের রিজার্ভে ৭১ মিলিয়ন ব্যারেল তেল যুক্ত হয়েছে।

এরদোগান আরও বলেন, আমরা এই অঞ্চলের চারটি কূপ থেকে প্রতিদিন পাঁচ হাজার ব্যারেল উন্নতমানের তেল উৎপাদন করি। আর তুর্কি পেট্রোলিয়াম কর্পোরেশন দৈনিক ৬৫ হাজার ব্যারেল তেল উৎপাদন করে, যা পাঁচ বছর আগে ছিল ৪০ হাজার ব্যারেল।

উল্লেখ্য, তুরস্কের পরিকল্পনা হচ্ছে, প্রতিদিন এক লাখ ব্যারেল তেল উৎপাদন করা। এ জন্য দেশটি তার অনুসন্ধান ও খনন কার্যক্রম বৃদ্ধি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *