প্রচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল শিক্ষকদের পদোন্নতির বিষয়ে নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে। আর তা হল, এখন থেকে শিক্ষকদের অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেতে হলে অবশ্যই ‘পিএইচডি’ ডিগ্রি থাকতে হবে। অন্যথায় পদোন্নতি পাবেন না শিক্ষকরা।
২১ মার্চ, সোমবার বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে একাডেমিক কাউন্সিলের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। তবে এই সিদ্ধান্তের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে সিন্ডিকেট।নতুন সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক মো আখতারুজ্জামান জানান, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গুণগত ও পেশাগত মান বৃদ্ধি লক্ষ্যে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সেটি হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি পেতে হলে পূর্ব শর্ত হিসেবে পিএইচডি ডিগ্রি ও উচ্চতর গবেষণা নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একাডেমিক কাউন্সিল অনুমোদন দিয়েছে। পরবর্তীতে সিন্ডিকেটে তা চূড়ান্ত করে বাস্তবায়ন করা হবে।’
এই বিষয়ে আরও জানা যায়, পিএইচডি ও এমফিল শিক্ষার্থীদের গবেষণা এখন থেকে অনলাইনে উন্মুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে এই সভায়। একইসঙ্গে শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহ দিতে পিইচডি এমফিলের স্কলারশিপের অর্থের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।