ড. মুহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফরকে স্বাগত জানাতে লন্ডনের আলতাব আলী পার্কে জনসমুদ্র

প্রবাসী বাংলাদেশ যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

‘ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটি কোয়ালিশন’ এর আয়োজনে মঙ্গলবার (১০ জুন ২০২৫) লন্ডনের আলতাব আলী পার্কে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফরকে স্বাগত জানিয়ে স্লোগান দিচ্ছেন প্রবাসী বাংলাদেশী জনতা।

ভিডিও: https://youtu.be/glyOCkuFk8Q?si=WRw2J7grJdjuKhx6

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে লন্ডনে এসে পৌঁছেছেন। । মঙ্গলবার সকাল ৭টা ৫মিনিটে এমিরেটস এয়ার লাইন্সের একটি ফ্লাইটে তিনি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম।

এ সফরে ড. ইউনূস বাকিংহাম প্যালেসে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহন করবেন। এছাড়া রাজা তৃতীয় চার্লস এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘চ্যাথাম হাউস’ আয়োজিত এক সংলাপেও তিনি অংশ নেবেন।

এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হবে ১৩ জুন। লন্ডন সময় সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ঘন্টা এই বৈঠক চলবে বলে জানা গেছে। লন্ডনের ডরচেষ্টার হোটেলে থাকবেন প্রধান উপদেষ্টা। সেখানেই তারেক রহমানের সাথে তার ‘ওয়ান-টু ওয়ান’ বৈঠক হবার কথা রয়েছে।

বাংলাদেশের গর্ব নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে প্রবাসীদের পক্ষ থেকে স্বাগত জানানো এবং দেশ পরিচালনায় সার্বিক সহায়তার জন্য বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মিলে গঠন করা হয়েছে ‘ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটি কোয়ালিশন’।

রোববার বিকেলে বিপুল সংখ্যক প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গের উপস্থিতিতে গঠিত সংগঠনের আহবায়ক মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা সিরাজ মোহাম্মদ হক। যুগ্ম আহবায়ক যথাক্রমে সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবুতাহের চৌধুরী, ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, ব্যারিস্টার নাজির আহমদ, মোহাম্মদ রফিক উল্লাহ, মহি উদ্দিন আলমগীর, ব্যারিস্টার মোহাম্মদ জুনেদ ও মোঃ আনছার মিয়া। সদস্য সচিব মোহাম্মদ আইয়ুব করম আলী, অর্থ সচিব সলিসিটর মোহামাদ ইয়াওর উদ্দিন, স্টুয়ার্ট সচিব এম আব্দুস শুকুর, প্রেস এন্ড পাবলিকেশন সচিব সাংবাদিক সাঈদ চৌধুরী, মহিলা সচিব ডাক্তার শাহিন আক্তার-সহ ৬১ সদস্য কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *