ট্রাম্প বলছেন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার জন্য তিনি ইরানকে চিঠি পাঠিয়েছেন

আমেরিকা মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলছেন, তিনি ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে চান এবং তাদের নেতৃত্বের কাছে এ মর্মে চিঠি পাঠিয়েছেন যে তিনি আশা করেন এই ইসলামিক প্রজাতন্ত্রটি আলোচনা করতে সম্মত হবে। দেশটি দীর্ঘ দিন ধরেই যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলের ঘোর শত্রু।

শুক্রবার ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি বলেছি, আমি আশা করি আপনারা আলোচনা করবেন, কারণ সেটা ইরানের জন্য অনেক ভালো হবে। আমার মনে হয় তারা সেই চিঠি পেতে চায়। অন্য বিকল্পটি হচ্ছে আমাদের কিছু একটা করতে হবে। কারণ আরেকটি পরমাণু অস্ত্র তৈরি হোক, সেটা আপনি হতে দিতে পারেন না।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ট্রাম্পের বক্তব্য সম্পর্কে মন্তব্যের অনুরোধ করা হলে তাৎক্ষণিক কোন জবাব পাওয়া যায়নি। ইরানে বর্তমানে সপ্তাহান্তের ছুটি চলছে।

মনে করা হচ্ছে চিঠিটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে উদ্দেশ করে লেখা। এ সম্পর্কে অনুরোধ করা হলে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে এর কোন জবাব দেয়নি।

ট্রাম্প বলেন, “ইরানের বিষয়টি দুইভাবে নিস্পত্তি করা যায়: সামরিক ভাবে, অথবা আপনি চুক্তি করতে পারেন। আমি চুক্তি করাটাই পছন্দ করবো কারণ আমি ইরানকে আঘাত করতে চাই না। তারা মহৎ জনগোষ্ঠী”।

জানুয়ারি মাসে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে আমূল পরিবর্তন এনেছেন, ইউক্রেনে মস্কোর তিন বছর ব্যাপী যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে মধ্যস্থতা করার প্রচেষ্টায় রাশিয়ার প্রতি আরো বেশি আপোষকামী অবস্থান নিয়েছেন যা পশ্চিমের মিত্রদের উদ্বিগ্ন করছে।

২০১৮ সালে, হোয়াইট হাউসে তার প্রথম মেয়াদের এক বছরের ভেতরেই তিনি ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসেন। এই চুক্তি ছিল ইরানকে পারমানবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত রাখতে একটি বহুজাতিক চুক্তি।

তিনি বলেন ফেব্রুয়ারি মাসে তিনি ইরানের সঙ্গে একটি চুক্তি সম্পাদন করতে চান যা দেশটিকে পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত রাখবে।

এই আলোচনা সম্পর্কে অবহিত একটি সুত্র মঙ্গলবার রয়টার্সকে বলেছে রাশিয়া যুক্তরাষ্ট্র ও ইরানের ব্যাপারে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনার একটি শান্তিপূর্ণ নিস্পত্তি করতে ক্রেমলিন যতটা সম্ভব তার সবটুকু করার সংকল্প ব্যক্ত করেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার বলেছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই রিয়াবকভ ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে পরিস্থিতির সমাধান করতে আন্তর্জাতিক প্রচেষ্টা সম্পর্কে ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালির সঙ্গে আলোচনা করেছেন। রয়টার্স, ভিওএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *