ট্রাম্পের রিসোর্টে এফবিআই’র তল্লাশি

আমেরিকা সাম্প্রতিক
শেয়ার করুন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফ্লোরিডার পাম বিচে তার এস্টেটে অঘোষিত তল্লাশি চালাচ্ছে এফবিআই। ট্রাম্প জানিয়েছেন, তারা আগে থেকে কিছু জানায়নি। তাদের এই কাজ অবাক করার মতো।

ট্রাম্প জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার (৮ আগস্ট) এফবিআই’র বিশাল দল তার এস্টেট দখল করে তল্লাশি চালায়। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে জার্মানি সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন, সব সরকারি এজেন্সির সঙ্গে তিনি সহযোগিতা করেছেন। তারপরেও তার বাড়িতে এই অঘোষিত তল্লাশি অপ্রয়োজনীয় ও অন্যায্য। ট্রাম্প বলেছেন, এফবিআইয়ের কর্মকর্তারা জোর করে একটি আলমারি খুলে জিনিসপত্র দেখছে। সম্প্রতি ট্রাম্প বেশ কয়েকবার ইঙ্গিত দিয়েছেন, পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রার্থী হবেন।মার্কিন বিচার বিভাগের তরফে জানানো হয়েছে, ট্রাম্পের ওই এস্টেট থেকে প্রচুর গোপন সরকারি নথি পাওয়া গেছে। হোয়াইট হাউস থেকে ওই নথি তিনি ফ্লোরিডার বাড়িতে নিয়ে এসেছিলেন বলে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট জানাচ্ছে। তদন্ত চলছে গত ৬ জানুয়ারি ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডব নিয়ে তদন্ত চলছে। তবে সেই সূত্রেই ট্রাম্পের ফ্লোরিডার এস্টেটে তল্লাশি কি না, তা এফবিআই জানায়নি।

বারবার অনুরোধ করেও এবিষয়ে তারা মুখ খোলেনি। মার্কিন ন্যাশনাল আর্কাইভস ও রেকর্ডস বিভাগ আগে জানিয়েছিল, হোয়াইট হাউস থেকে ১৫টি বাক্স করে নথিপত্র ফ্লোরিডার বাড়িতে নিয়ে যান ট্রাম্প। তার মধ্যে প্রচুর গোপনীয় নথিও আছে। তারপরই এই তল্লাশি।

আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *