হিজাব বিতর্কের পরে এবার টিপু সুলতানের মসজিদ ঘিরে অশান্তির আঁচ কর্নাটকে। বিশ্ব হিন্দু পরিষদের ‘শ্রীরঙ্গপত্তনম অভিযান’ ঘিরে নতুন করে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা দেখা দিয়েছে দক্ষিণ ভারতের ওই রাজ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করতে হয়েছে রাজ্যের বিজেপি সরকারকে।
শনিবার সকালে কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী এ জ্ঞানেন্দ্র পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মান্ড্য জেলা প্রশাসনকে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা ও রাজ্যে ১৪৪ ধারা জারি করে।
বিশ্ব হিন্দু পরিষদ সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলির দাবি, শ্রীরঙ্গপত্তনমে হনুমান ও গণপতির মন্দির ভেঙে জামা মসজিদ নির্মাণ করেছিলেন টিপু সুলতান। সেখানে পূজাপাঠের জন্য শ্রীরঙ্গপত্তনম অভিযানের ডাক দেয়া হয়েছে।
মান্ড্যর ডেপুটি কমিশনার এস অস্বতী বলেন, মসজিদের নিরাপত্তার জন্য ৫০০ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মসজিদ চত্বর জুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
হিন্দুত্ববাদী সংগঠন শ্রীরাম সেনার প্রধান প্রমোদ মুতালিক বলেন, মসজিদের তলায় গণপতির মন্দির ও কূয়োর অস্তিত্ব রয়েছে। পুরাতাত্ত্বিক সমীক্ষা হলে প্রমাণিত হবে। তিনি বলেন, জ্ঞানবাপীর মতো শ্রীরঙ্গপত্তনমেও মন্দির ভেঙে মসজিদ হয়েছিল। সূত্র : আনন্দবাজার পত্রিকা