বিশ্ব বিখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিন প্রকাশ করেছে ২০২২ সালের প্রভাবশালী ব্যক্তির ১০০ ব্যক্তির তালিকা। এই তালিকায় রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এবছরের টাইমের তালিকায় ‘নেতা’ ক্যাটাগরিতে সবার শুরুতেই আছেন জেলেনস্কি। আর নয় নাম্বারে আছেন পুতিন। এই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আছেন সাত নাম্বারে।টাইম ম্যাগাজিনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী তার ব্যাখ্যায় বলেছেন, প্রভাবশালী ব্যক্তিত্ব নির্বাচনে তারা নানা ধরনের মানদণ্ড বিবেচনায় নিয়ে থাকেন। সেই হিসেবে পুতিন একটা নির্মম যুদ্ধের পেছনের কারিগর আর বিপরীতে জেলেনস্কি সেই আগ্রাসন রুখে দেয়া এক নায়কোচিত নেতা।
সূত্র: টাইম