সমৃদ্ধ জাতি গঠন বিশেষত গত জুলাই-আগস্টের আন্দোলনে বিশেষ অবদানের জন্য প্রবাসী বিপ্লবীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি জামায়াতের কেন্দ্রীয় এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জুলাই বিপ্লবে যুক্তরাজ্য প্রবাসীদের অগ্রণী ভূমিকা ছিল। এই অবদান ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। কোন অপশক্তি যেন জুলাই বিপ্লবকে ভূলুণ্ঠিত করতে না পারে সে জন্য তিনি ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫) ইস্ট লন্ডনে কেয়ার হাউসের হল রুমে ২০২৪ সালের জুলাই-আগষ্টের বিপ্লবকে সমুন্নত রেখে, শহীদ-আহতদের মর্যাদা ও অধিকার প্রতিষ্টার লক্ষ্যে জাস্টিস ফর জুলাই ইউকে’র উদ্যোগে আয়োজন করা হয় এই সম্মাননা প্রদান ও প্রত্যাশার বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা।
অনুষ্ঠানে এহসানুল মাহবুব জুবায়ের আরো বলেন, গত ১৫ বছরে ৭শ’র বেশি মানুষকে গুম করেছে ফ্যাসিস্ট হাসিনা সরকার। বিনা বিচারে গুলি করে হত্যা করা হয়েছে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে। শেখ হাসিনা-সহ আওয়ামী অপশক্তিকে মোকাবেলায় দেশে-বিদেশে যারা অবদান রেখেছেন, জাতি তাদের স্মরণ রাখবে। জুলাই বিপ্লবে শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। মেধা ও মননের মাধ্যমে জুলাই বিপ্লবের কমিটমেন্ট রক্ষা করতে হবে। তাই দেশের এই সন্ধিক্ষণে ছাত্র-জনতা-সহ সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।
সংগঠনের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আমিন উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের সেক্রেটারি শাহজালাল জামেয়া পাঠানটুলার সাবেক মেধাবী ছাত্র আবু তালহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব ইমাম আজমল মসরুর, টাওয়ার হেমলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, ঢাকা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার মো. নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, সিলেট মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন, সাংবাদিক ও কমিউনিটি এক্টিভিস্ট মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, কমিউনিটি এক্টিভিস্ট মাহফুজ নাহিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার বদরে আলম দিদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ সলিডারিটি ক্যাম্পেইনের সভাপতি আবু সালেহ এহিয়া, চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও সামুদা মুসলিম কমিউনিটি সেন্টারের খতিব মঞ্জুর আহমদ, সাবেক ছাত্রনেতা আব্দুল আলী, ইকবাল আহমদ, আর্কিটেক্ট মুর্শেদ আহমদ সহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রবাসী বিপ্লবীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগরীর সাবেক সভাপতি শাহরিয়ার আলম শিপার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি শামসুল আলম গোলাপ, সিলেট জেলা পশ্চিমের সাবেক সভাপতি জুবায়ের আহমদ, জাতীয় নাগরিক কমিটির ইন্টারন্যাশনাল ডায়াসপোরা মেম্বার ব্যারিস্টার মো: নুরুল হুদা জুনেদ, কাউন্সিলর কবির হোসেন, সাংবাদিক হাসনাত চৌধুরী, ডাক্তার আলবাব চৌধুরী, ডাক্তার জায়েদ হোসেন, ব্রাইট ফিউচার কর্পোরেশনের সিইও মোহাম্মদ আব্দুল মুহিত, কমিউনিটি এক্টিভিস্ট মুহি মিকদাদ, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের সভাপতি মো: রায়হান ঊদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন সংবর্ধিত মানবাধিকার সংগঠনগুলোর প্রতিনিধিরা। অনুষ্ঠানে ভিডিও ডকুমেন্টারি ‘৩৬ জুলাইঃ বিপ্লবের ঢেউ দেশ থেকে বিশ্বমঞ্চে’ প্রদর্শন করা হয়।