জুলাই আন্দোলনে চূড়ান্ত পর্বের দুর্দান্ত ঘটনাবলী জানালেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমীর সেলিম উদ্দিন

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জুলাই-আগস্ট চূড়ান্ত পর্বের দুর্দান্ত ঘটনাবলী বর্ণনা দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন শহীদদের ত্যাগ ও কুরবানীর মর্যাদা রক্ষায় এবং তাদের অসাপ্ত কাজকে সমাপ্ত করতে দেশে ন্যায়-ইনসাফ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সকলকে যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন।

রাজধানীর উত্তরায় একটি মিলনাতনে জামায়াতের ঢাকা মহানগরী উত্তর আয়োজিত জুলাই শহীদ ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম জোন জামায়াতের সহকারী মাহবুবুল আলম, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা মহিবুল্লাহ, ঢাকা-১৮ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, উত্তরা জোনের সহকারী পরিচালক মাহবুবুল হক, উত্তরা মডেল থানা আমীর এডভোকেট ইব্রাহিম খলিল, উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব থানা আমীর মাহফুজুর রহমান, তুরার মধ্য থানা আমীর গাজী মনির হোসাইন প্রমূখ।

ভিডিও: https://youtu.be/rrcrwMyrfjs?si=bt4Crl5pAz5GWIb0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *