রংপুরে শহীদ আবু সাঈদ চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর তাজহাট থানা শাখার আয়োজনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জননেতা ডাঃ শফিকুর রহমান। সেখানে আমীরে জামায়াত বলেন,
আবু সাঈদের মতো সন্তান জন্ম দেয়ার জন্য রংপুরবাসী আপনারা ধন্য। আপনাদের ধন্যবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই। আপনাদের প্রতি এ দেশ ও জাতি চির কৃতজ্ঞ। আবু সাঈদের ঋণ এ জাতি কোনদিন শোধ করতে পারবেনা। কখনো শোধ করা সম্ভবও না।
আমীরে জামায়াত আরো বলেন, যারা অন্যায়ভাবে, নির্দয়ভাবে হাজার-হাজার ছাত্র-জনতা হত্যা করলেন, আহত করলেন, পঙ্গু করলেন, সাভারে নিহতদের পুড়িয়ে ছাই করলেন, এই খুনিদের বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে ছাড় দেয়ার কোন সুযোগ নেই।
তিনি আরও বলেন, এই শহীদ ও আহতরা যে লক্ষ্যে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আহত হয়েছে, সে লক্ষ্য পূরণ করাই এখন আমাদের মূল উদ্দেশ্য। ছাত্ররা চেয়েছিলেন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও মানবিক অধিকার প্রতিষ্ঠা করার। সে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
ডা. শফিকুর রহমান বলেন, আমি মহান রবের কাছে দোয়া করি, তিনি যেন বাংলাদেশের ঘরে ঘরে আবু সাঈদ, মুগ্ধ, ইয়ামিনের মতো সন্তান গর্ভধারণ করার মতো মা যুগে-যুগে পাঠান। যে সন্তান দেশের জন্য নিজের জীবন বিলিয়ে দেবে, দুর্নীতি করবে না, লুটপাট করবে না, অর্থ পাচার করবেনা, দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষার জন্য অতন্ত্র প্রহরীর মত ভূমিকা রাখবে এবং সমাজের সার্বিক কল্যাণে সদা সর্বদা তৎপর থাকবে।