জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে সপরিবারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। বৃহস্পতিবার জি এম কাদেরের পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারী আবদুল হান্নান এই জিডি করেন।
জিডিতে বলা হয়েছে, ‘গত ১৩ ডিসেম্বর দিবাগত রাত ৪টা ৩ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি জি এম কাদেরের ব্যক্তিগত মুঠোফোনে হত্যার হুমকি দিয়েছেন।
আবদুল হান্নান বলেন, ফোন নম্বর ০১৬১১****** তে মেসেজ প্রদানের মাধ্যমে মাননীয় চেয়ারম্যানকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করে নির্বাচনকে সফল করার প্রয়াস থেকে বিরত থাকার জন্য বিভিন্ন প্রকার হুমকি প্রদান করা হয়।
যিনি হুমকি দিয়েছেন, তাঁকে এখন পর্যন্ত শনাক্ত করার কোনো তথ্য তাঁর জানা নেই। দ্রুত হুমকিদাতাকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।