জার্মানির একটি সংবাদমাধ্যম জানিয়েছে, জার্মানির কোলন, ফ্রাঙ্কফুর্ট-সহ একাধিক বিমানবন্দরে রাশিয়ার অন্তত ১০টি বিমান আটকে আছে। যুদ্ধের জন্য বিমানগুলি জার্মানির বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়ে।
বিমানগুলি যুদ্ধের আগে জার্মানিতে এসেছিল। এরপর যুদ্ধ শুরু হয়ে যায় এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করে। বন্ধ করে দেওয়া হয় বিমান যোগাযোগ। ফলে রাশিয়ার বিমানগুলি আর ফিরতে পারেনি। কোলন, ফ্রাঙ্কফুর্ট, বাডেনের মতো বিমানবন্দরে বিমানগুলি দাড়িয়ে আছে বলে জার্মান প্রশাসন ওই সংবাদমাধ্যমকে জানিয়েছে।
রবিবার রাতে দৈনিক ভিডিওবার্তায় রাশিয়ার নাগরিকদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ছয়মাস ধরে নৃশংস যুদ্ধ চালাচ্ছে রাশিয়ার সরকার। রাশিয়ার নাগরিকদের এর বিরুদ্ধে সরব হওয়া উচিত। চুপ করে থাকা আসলে সম্মতির লক্ষণ বলে জানিয়েছেন তিনি।যুদ্ধের প্রতিবাদ করে রাশিয়ার মানুষকে ইউক্রেনের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন জেলেনস্কি।
প্রথম শস্যের জাহাজ আফ্রিকায় দক্ষিণ ইউক্রেন থেকে দানাশস্য বোঝাই জাহাজ এই প্রথম আফ্রিকার উদ্দেশ্যে রওনা হলো।
জাতিসংঘের তত্ত্বাবধানে একটি চার্টার্ড জাহাজ গম নিয়ে ইথিওপিয়ার দিকে রওনা হয়েছে। জাহাজটিতে প্রায় ৬০ হাজার টন গম আছে বলে জাতিসংঘ জানিয়েছে।
কৃষ্ণসাগর দিয়ে জাহাজটি আফ্রিকায় ঢুকবে। জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া এবং ইউক্রেন মতৈক্যে পৌঁছেছে।
ইউক্রেন থেকে ফের জাহাজ যাবে বলে সাব্যস্ত হয়েছে। এর আগে কৃষ্ণসাগর কার্যত অবরুদ্ধ হয়ে গেছিল। রাশিয়া এবং ইউক্রেন এর জন্য পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছিল।
আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার