যুক্তরাজ্যের ৫৭তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী হিসেবে ডাউনিং স্ট্রিট থেকে প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ঋষি সুনাক। ভাষণে সুনাক পূর্বসূরিদের ভুলগুলো শুধরাতে এবং তা নিয়ে কাজ করতে ঐক্যের ডাক দিয়েছেন।
ভাষণে সুনাক বলেন, আমাকে ভুলগুলো ঠিক করার জন্য নিযুক্ত করা হয়েছে। আমি আমার দেশকে ঐক্যবদ্ধ করবো, তা কথার মাধ্যমে না কাজের মাধ্যমে। আমি বুঝতে পেরেছি এই মুহূর্ত আমাদের কত কঠিন সময়।
ভাষণে সুনাক দেশটির সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রশংসা করেছেন। সুনাক বলেন, প্রধানমন্ত্রী হিসেবে বরিসের অবিশ্বাস্য অর্জনের কারণে আমি তার প্রতি সবসময় কৃতজ্ঞ থাকবো।
এ ছাড়া দেশের গভীর অর্থনৈতিক সংকটের কথা স্বীকার করেছেন সুনাক। এই নিয়ে ভাষণে তিনি বলেছেন, দেশের অর্থনীতি স্থিতিশীলতা ফিরে আনতে আমাদের কঠিন সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়েছে।
এক বছরের মধ্যেই দেশটি তিনজনকে প্রধানমন্ত্রী হিসেবে পেল। ইতিহাস গড়ে ক্ষমতাসীন পার্টি কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হয়েছেন ঋষি সুনাক। এ ছাড়া মাত্র ৪২ বছরের সুনাক হচ্ছেন ২০০ বছরের বেশি সময়ের মধ্যে ব্রিটেনের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী।এর আগে একই বয়সে রবার্ট ব্যাংক্স জেনকিনসন ১৮১২ ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে বসেন। পরবর্তীতে ডেভিড ক্যামেরন ৪৩ বছর বয়সে ২০১০ সালে সবচেয়ে কম বয়সী ব্রিটিশ প্রধানমন্ত্রী আরেক রেকর্ড গড়েন।
ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মন্ত্রীসভায় বড় ধরনের রদবদল এনেছেন ঋষি সুনাক। স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ গুরুত্বপূর্ণ দুই পদে নিয়োগ দিয়েছেন সুনাক।
জানা গেছে, ডমিনিক রাবকে দেশটির উপ প্রধানমন্ত্রী ও জেরেমি হান্টকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন ৪২ বছর বয়সী সুনাক। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের আমলেও ডমিনিক দেশটির উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এছাড়া দেশটির স্বরাস্ট্রমন্ত্রী হিসেবে সুয়েলা ব্রেভারম্যানকে আবার ফিরে এনেছেন ঋষি।
এছাড়া, জেমস ক্লেভারলি পররাষ্ট্রমন্ত্রী পদেই বহাল থাকছেন ঋষির মন্ত্রিসভায়। একই সংগে বেন ওয়ালেসও প্রতিরক্ষামন্ত্রীর পদে থেকে যাচ্ছেন। পাশাপাশি নতুন করে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন গিলিয়ান কেগান। স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন স্টিভ বারক্লে। নতুন করে যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মার্ক হারপার।
আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার