জন্ম মাটিতে ভীষণ আপ্লুত আমীরে জামায়াত

বাংলাদেশ সাম্প্রতিক সিলেট
শেয়ার করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান জন্মমাটি কুলাউড়ায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে গিয়ে ভীষণ আপ্লুত! স্থানীয় বাসিন্দারাও ছিলেন সমভাবে মুগ্ধ, স্পন্দিত।

জুলাই-আগস্ট বিপ্লবের পর বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারার আবহ সৃষ্টিকারী ডা. শফিকুর রহমান জামায়াতে ইসলামকে রাজনীতির মঞ্চে গণমুখিতার উচ্চ গগনে নিয়ে এসেছনে। দেশের প্রতিটি অঞ্চলে তার সমাবেশে হাজার হাজার মানুষের অংশগ্রহণ চোখে পড়ার মতো।

চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, আইনজীবী এমনকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান-সহ দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিনিদিত্বশীল ব্যক্তিত্বরা তার সমাবেশে বক্তব্য দিয়ে এই ধারাকে জোরালো ভাবে সমর্থন জ্ঞাপন করছেন।

কুলাউড়া এলাকবাসী নিশ্বচয়ই প্রতিদিন তা খবর রাখছেন। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নিজেদের কৃতি সন্তানকে কাছে পেয়ে সে আবেগ প্রদর্শন করেছেন তারা। গুণবান সন্তানের
কর্মকুশলে তারা বেশ উৎফুল্ল! জাতীয়ভাবে ব্যাপক কৃতকার্যতা লাভের জন্য তার প্রতি দোওয়া ও ভালোবাসা জানিয়েছেন সকলেই।

জাতীয় রাজনীতিতে কোন বড় দলের প্রধান এই অঞ্চলের হওয়ায় তারা নতুন স্বপ্নের জাল বুনছেন। শুধু কুলাউড়া নয়, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ-সহ সিলেট বিভাগের সর্বত্রই আমীরে জামায়াতকে একজন জাতীয় নেতার গুণ-মানে, আদর্শ পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে যোগ্য নেতৃত্বের হকদার মনে করছেন তারা।

উপজেলা জামায়াতের আমীর আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান সকল ভেদাভেদ ভুলে সবাইকে একসূত্রে বাঁধার কথা বলেছেন। সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মানে দৃঢ় ঐক্যের আহবান জানিয়েছেন।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সিলেট মহানগরের আমীর মো. ফখরুল ইসলাম, সিলেট জেলার আমীর মাওলানা হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলার ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মো. ইয়ামীর আলী, জামায়াত মনোনীত মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুর রব, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জামায়াতের ঢাকা পল্টন শাখার আমীর শাহীন আহমদ খান, মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. নিজামুদ্দিন, কুলাউড়া উপজেলা সভাপতি আতিকুর রহমান তারেক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *