‘গৃহযুদ্ধের পরিকল্পনার’ অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

‘গৃহযুদ্ধের পরিকল্পনা’ ও ‘সরকার উৎখাতের ষড়যন্ত্রের’ অভিযোগে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

স্বরাষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ – সিআইডি এই মামলা করেছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন সংস্থাটির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান। এ ব্যাপারে গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তিও পাঠিয়েছেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “জয় বাংলা ব্রিগেড নামীয় অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা, ছিল বর্তমান সরকার উৎখাতের ষড়যন্ত্রও।”

এজাহারের কথা উল্লেখ করে বলা হয়েছে, গোয়েন্দা তথ্য থেকে জানতে পারেন গত ১৯শে ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে ‘জয় বাংলা ব্রিগেড’ গঠন করে “একটি গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেয়া এবং তা নিশ্চিতকরণের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে যাবেন বলে অনেকেই প্রত্যয় ব্যক্ত করেন”।

“মোট ৫৭৭ জন অংশগ্রহণকারী দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে উক্ত জুম মিটিংয়ে অংশগ্রহণ করে এবং শেখ হাসিনার সমস্ত নির্দেশ পালন করার ব্যাপারে একাগ্রচিত্তে মত প্রকাশ করে,” উল্লেখ করা হয় বিবৃতিতে।

বিবিসি বাংলাকে জসিম উদ্দিন খান বলেন, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আজ মামলাটি দায়ের করা হয়েছে। আদালত মামলা আমলে নিয়ে সিআইডিকেই তদন্তের নির্দেশ দিয়েছে। বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *