গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

বাংলাদেশ সময় সংবাদ সাম্প্রতিক
শেয়ার করুন

গুরুতর অসুস্থ হয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক রাজনীতিবিদ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক হাসপাতালে ভর্তি হয়েছেন। ২১ এপ্রিল, সোমবার সকালে তার একান্ত সহকারী আইনজীবী শিশির মনির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্যার গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। সবাই তার জন্য দোয়া করবেন।’

এ বিষয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ছেলে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী বলেন, ‘বাবাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ব্যারিস্টার রাজ্জাক এক সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালের ১৮ ডিসেম্বর তিনি দেশ ত্যাগ করে যুক্তরাজ্যে চলে যান। এর আগে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের পক্ষে আইনী লড়াই করেন।

যুক্তরাজ্যে অবস্থানকালে, ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াত থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে ব্যারিস্টার রাজ্জাক ‘আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টি) প্রধান উপদেষ্টা হন। তবে ক্ষমতার পালাবদলের পর ২০২৫ সালের ১৭ আগস্ট সেই পদ থেকেও পদত্যাগ করেন তিনি।

তার অসুস্থতার খবরে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তাঁর সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়ার আবেদন জানিয়েছেন।

২১ এপ্রিল, সোমবার এবি পার্টি’র পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বাংলাদেশের আইন জগতের এক অনন্য ব্যক্তিত্ব। দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি দীর্ঘ সংগ্রাম করেছেন। বিশেষ করে আওয়ামীলীগের ফ্যাসিবাদী শাসনামলে যেসমস্ত বিচারিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেটির বিরুদ্ধে তিনি সব সময় সোচ্চার ছিলেন।

তারা আরও বলে, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ফ্যাসিবাদের রোষানলে পড়ে দীর্ঘ একযুগ তাকে প্রবাস জীবন যাপন করতে হয়েছে। সেই সময়ই তিনি দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হন। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে নতুন রাজনৈতিক উদ্যোগ হিসেবে আমার বাংলাদেশ (এবি) পার্টি’র প্রতিষ্ঠায় ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের অবদান অবিস্মরণীয়।
তারা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশবাসীর কাছে দোয়ার আবেদন জানান।

দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, আমি একজন কোর্ট রুম ব্যারিস্টার। আমি আইন পেশায় থেকেই দেশের জন্য কাজ করতে চাই। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারলে রাজনীতি ও অর্থনৈতিক উন্নয়ন দুটোই সম্ভব হবে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক গত বছরের ২৬ ডিসেম্বর দীর্ঘ ১১ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। দেশে ফিরে আবারও সক্রিয়ভাবে আইন পেশায় যুক্ত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *