গাজায় যুদ্ধাপরাধ করেছে ইসরায়েল: মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক মুখপাত্র

আমেরিকা মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক এই মুখপাত্র ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা ম্যাথু মিলার বলেছেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যে যুদ্ধাপরাধ করেছে তাতে কোনো সন্দেহ নেই। সোমবার (২ জুন ২০২৫) স্কাই নিউজে ‘ট্রাম্প ১০০’ শীর্ষক পডকাস্ট অনুষ্ঠানে একথা বলেন। বাইডেন প্রশাসনের অভ্যন্তরীণ মতবিরোধ, টানাপোড়েন ও নানা চ্যালেঞ্জ নিয়েও খোলামেলা আলাপ করেন তিনি।

গাজায় গণহত্যার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মিলার বলেন, ‘আমি এটা গণহত্যা মনে করি না। তবে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে— এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।’ নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে মিলার বলেন, যুদ্ধাপরাধ হলো যদি কোনো রাষ্ট্র ইচ্ছাকৃতভাবে যুদ্ধাপরাধের নীতি অনুসরণ করে; কিংবা এমনভাবে বেপরোয়া আচরণ করে, যা যুদ্ধাপরাধকে সহায়তা ও প্ররোচনা দেয়।

ম্যাথু মিলার ২০২৩ সাল থেকে বাইডেনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিসেবে মিলার দায়িত্ব পালন করেন। নিয়মিত ব্রিফিংয়ে তার কাজ ছিল ইউক্রেন থেকে শুরু করে গাজা-সহ বিভিন্ন বিষয়ে মার্কিন পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত ব্যাখ্যা করা ও প্রশাসনের অবস্থান তুলে ধরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *