ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা ইস্রায়েলে পৌঁছেছেন যেখানে তিনি “অবিলম্বে এবং টেকসই” যুদ্ধবিরতির জন্য চাপ দেওয়ার কথা রয়েছে৷
ফরাসি পররাষ্ট্র মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, সমস্ত বন্দীদের মুক্তি এবং গাজায় সহায়তা প্রদানের লক্ষ্যে যুদ্ধবিরতি অবশ্যক। একটি স্থায়ী যুদ্ধবিরতির দিকে নিয়ে যাওয়া উচিত।
কলোনা অধিকৃত পশ্চিম তীরে যাওয়ার আগে তেল আবিবে তার ইসরায়েলি প্রতিপক্ষ এলি কোহেনের সাথে দেখা করবেন। ফিলিস্তিনি প্রতিপক্ষ রিয়াদ আল-মালিকির সাথেও তার দেখা করার কথা রয়েছে।
দক্ষিণ গাজায় একটি বেসামরিক ভবনে ইসরায়েলি বোমা হামলার ঘটনায় ফ্রান্সের একজন কূটনৈতিক কর্মী নিহত হওয়ার নিন্দা জানানোর পর এই সফরের খবর জানা গেছে।
এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্ত করতে নতুন করে আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এমন ইঙ্গিত দেন। যুদ্ধবিরতিসহ জিম্মি মুক্তি নিয়ে ইসরায়েলের গোয়েন্দাপ্রধানের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠকের পর এ ধারনা মিলেছে।
হামাসের হাতে আটক থাকা শতাধিক জিম্মির মধ্যে তিনজনকে ইসরায়েলি সেনাবাহিনী ভুল করে হত্যা করার এক দিন পর গতকাল সংবাদ সম্মেলন করেন নেতানিয়াহু। সংবাদ সম্মেলনটি টেলিভিশনে সম্প্রচারিত হয়। সুত্র: আল জাজিরা, বিবিসি ও এপি