গাজার উত্তরাঞ্চলে হামাসের সাথে সংঘর্ষে ব্যাটালিয়ন কমান্ডারসহ ১০ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে বলে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে।
স্থল অভিযান শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর জন্য এটি ছিল সবয়ে ভয়ঙ্কর দিন। নিহত সেনাদের মধ্যে একজন লেফট্যানেন্ট কর্নেল রয়েছেন, যার শেষকৃত্য বৃহস্পতিবার জেরুসালেমে অনুষ্ঠিত হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে বুধবার জেরুজালেম পোস্ট ও টাইমস অব ইসরাইল এ খবর দিয়েছে। সেখানে নিহত সেনাদের ছবি এবং পরিচয়ও প্রকাশ করা হয়েছে।
আইডিএফ-এর ভাষায় গাজায় সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধের একটিতে বেশ কয়েকজন সিনিয়র অফিসারসহ দশজন আইডিএফ সৈন্য নিহত এবং ছয়জন আহত হয়েছে।
উত্তর গাজার শেজাইয়া শরণার্থী শিবিরে অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনারা নিহত হন। একটি ভবনে অনুসন্ধান চালাতে প্রবেশ করেছিল ইসরাইলি সেনারা। সুড়ঙ্গের প্রবেশদ্বার দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে তাদের ওপর হামাস যোদ্ধারা অতর্কিত হামলা চালায়।