পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান বুধবার বলেছেন, সুপ্রিম কোর্টের ছাড়পত্র পাওয়ার পর কয়েক দিনের মধ্যে তার দল দ্বিতীয় ‘হাকিকি আজাদি মার্চ’-এর তারিখ ঘোষণা করবে। এদিকে ইমরান আজ বুধবার আবারো দলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ইসলামাবাদে পিটিআইয়ের জাতীয় কাউন্সিলের সভায় বক্তৃতাকালে তিনি বলেন, ‘এটি হবে পাকিস্তানের ইতিহাসে বৃহত্তম প্রতিবাদ। আমি আপনাদের প্রস্তুত থাকতে বলছি। সুপ্রিম কোর্টের ছাড়পত্র পাওয়া মাত্র তারিখ দেব।’
তিনি দলীয় কর্মীদের বলেন, তারা রাজনীতি করছে না, করছে ‘জিহাদ’। তিনি বলেন, ‘আমরা এই দেশকে প্রকৃত স্বাধীনতা ও গণতন্ত্রে নিয়ে যাব।’পাকিস্তানের ‘একমাত্র জাতীয় দল’ হওয়ায় তার দলের বাড়তি দায়দায়িত্ব রয়েছে জানিয়ে ইমরান খান বলেন, পিপিপি ও পিএমএল-এন আঞ্চলিক দলে পরিণত হয়েছে।
তিনি বলেন, পরবর্তী জাতীয় নির্বাচনে বর্তমান সরকারকে নির্বাচিত করার প্রস্তুতি চলছে। বর্তমান নির্বাচন কমিশনের প্রতি কারো আস্থা নেই। পুলিশ কর্মকর্তারা ও আমলারা, এমনকি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো পর্যন্ত তাদের ভয় পায়। তারা নিজেদের লোকদের বিভিন্ন প্রতিষ্ঠানে বসাতে চাচ্ছে।
এদিকে বুধবার আবারো পিটিআইয়ের চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অপর দুই প্রার্থী নাম প্রত্যাহার করে নিলে তিনি নির্বাচিত হন। শাহ মাহমুদ কোরেশি ও আসাদ ওমর যথাক্রমে ভাইস-চেয়ারম্যান ও মহাসচিব নির্বাচিত হয়েছেন।
সূত্র: দি নিউজ ও এক্সপ্রেস ট্রিবিউন
আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার