সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কানাডা থেকে
কানাডার রাজনৈতিক ইতিহাসে টানা দ্বিতীয় বারের মতো অন্টারিও প্রভিন্সিয়াল সরকারের এমপিপি হলেন বাংলাদেশি মেয়ে ডলি বেগম। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জুন) অন্টারিও প্রদেশের ৪৩তম নির্বাচনে টরন্টোস্থ স্কারবোরো সাউথ ওয়েস্ট থেকে তিনি নির্বাচিত হন। ডলি প্রথম কোন বাংলাদেশি কানাডিয়ান রাজনীতিবিদ যিনি টানা দুইবার এমপিপি নির্বাচিত হলেন।
এনডিপি দলের প্রার্থী ডলি মোট ১৫ হাজার ৯৫৪ ভোট পান। শতকরা হিসেবে ৪৭ দশমিক ১ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ব্রেট স্নাইডার পেয়েছেন ৯ হাজার ৪৩৬ ভোট। লিবারেল পার্টির লিসা প্যাটেল পেয়েছেন ৬ হাজার ৩৫৬ ভোট।মৌলভীবাজারের মেয়ে ডলি ১১ বছর বয়সে পিতা-মাতার সঙ্গে কানাডায় আসেন। ২০১৫ সালে টরন্টো ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে উন্নয়ন প্রশাসনে মাস্টার্স করেন। পরে সিটি অফ টরন্টোতে কর্মরত ছিলেন। ২০১৮ সালের ৭ জুনের নির্বাচনে তিনি ১৯ হাজার৭৫১ তথা ৪৫ দশমিক ৫১ শতাংশ ভোট পেয়ে প্রথম বারের মতো প্রাদেশিক সাংসদ নির্বাচিত হন।
ডলি বেগম বলেন, এ বিজয় আমার একার অর্জন নয়; সকল বাংলাদেশির বিজয়। যারা আমাকে আবারও বিজয়ী করেছেন, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত নির্বাচনে কনজারভেটিভ পার্টির ১২৪টি আসনের মধ্যে ৮৩ আসন পেয়ে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে। ২৯টি আসন পেয়ে এনডিপি দ্বিতীয় স্থানে এবং মাত্র ৮টি আসন পায় লিবারেল পার্টি।
আরও পড়ুন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার