নিবন্ধন করা থাকলেও এবছর ৬৫ বছরের বেশি বয়সীরা হজের সুযোগ পাচ্ছেন না। এমনটাই জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল।
২৫ এপ্রিল, সোমবার সচিবালয়ে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘ইন্টারন্যাশনালি বিশ্বের সঙ্গে একই সিস্টেমে চলছে। সুতরাং, সৌদি সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী ৬৫ বছরের বেশি যাদের বয়স হয়েছে, তারা যেতে পারবেন না।’তিনি আরও জানান, অন্যবার হজের সব কাজ শেষ করতে যেখানে তিন থেকে চার মাস সময় পাওয়া যেত, এবার হাতে মাত্র ৩৪ দিন সময় আছে। এর মধ্যেই সব কাজ শেষ করতে হবে।
প্রসঙ্গত, বাংলাদেশ থেকে এ বছর মোট ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন।