হুমায়ূন রশিদ চৌধুরী, সিলেট থেকে:
* ৩ স্থরের নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালন করবে *দুটি সাব কনট্রোল রুম খোলা হয়েছে
ঈদকে সামনে রেখে সিলেট রিজিওনের মহাসড়কগুলোতে নির্বিঘ্ন করা হচ্ছে। এরই মধ্যে সড়কের নিরাপত্তা সহ বিভিন্ন দিক ঢেলে সাজিয়েছে সিলেট হাইওয়ে পুলিশ। নিয়মিত পুলিশ টহলের পাশাপাশি সাদা পোষাকে গোয়েন্দা পুলিশও প্রহরায় থাকছে। ‘ঈদের আনন্দ যেন নিরানন্দ না হয়-সেই লক্ষ্যেই সব প্রস্তুতি চলছে’- বলেন সিলেট রিজিওনের হাই পুলিশের পুলিশ সুপার মো. শহীদুল্লাহ।
এজন্য সিলেট-ঢাকা মহাসড়কে অতিরিক্ত দুটি সাব-কনট্রোল রোম একটি ভৈরবের দুর্জয় মোড় ও অপরটি ব্রাম্মণ বাড়ীয়ায় বিশ্বরোডের মোড়ে স্থপন করা হবে। মূল কনট্রোল রুম থেকে এসব সাব কনট্রোল রুমের সাহায্যে মহাসড়কের নিরপত্তা সহ যাবতীয় বিষয়াদি তদরকী চলবে। একটি বড় ফোর্স থাকবে ‘রিজার্ভ’-যাতে যেকোন স্থানে বড় কোন ধরণের ঘটনা বা বিঘ্ন সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়। চাঁদাবাজী, ছিনতাই সহ নানা অপরাধ কর্মও প্রতিরোধ করা হবে।
পুলিশ সুপার জানান, তার আওতাধীন সিলেট-ঢাকা সড়কের নরসিংদির মজ্জান বাজার, কিশোরগঞ্জের কটিয়াদীর বর্ডার, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, জাফলং এর ৪১৫ কি.মিটার সড়কের নিরাপত্তায় হাইওয়ে পুলিশের ৮টি থানার পুলিশ দায়িত্ব পালন করবে। এরই মধ্যে সংশ্লিদের প্রস্তত করা হয়েছে।
সড়কে তিন স্থরের নিরপত্তা বাহিনী কাজ করবে। ভাঙ্গা ও লক্করঝক্কর মার্কা গাড়ী সড়কে না নামতে ইতিমধ্যে মালিক-শ্রমিকদের সাথে ‘মটিভেশনাল ওয়ার্ক’ করা হয়েছে- উল্লেখ করে পুলিশ সুপার বলেন, স্থানে স্থানে র্যাকার থাকবে। প্রয়োজনে র্যাকারের সাহয্যে সড়ক থেকে দ্রুত গাড়ী অপসারণ করা হবে। খুব সতর্কতার সাথে গাড়ী চালানোর জন্য নাইট কোচের চালকদের সাথেও কথা হয়েছে। মটর সাইকেলে ২ জনের বেশী হলে এবং হ্যালমেটে ব্যবহার না করলে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ সুপার জানান।
ঢাকা-সিলেট মহাড়কের আশুগঞ্জের সড়কে কাজ চলছে। প্রায়াই সেখানে জ্যাম লেগে দুর্ভোগ হয়। ঈদে যাতে এই সমস্যা না হয় সে জন্য সংস্লি কর্তৃপক্ষীয় মহলের সাথে হাইওয়ে পুলিশের কথা হয়েছে।
ঈদের সময় অত্যাধিক জ্যাম লাগে জাফলং সড়কের হরিপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ,তাজপুর, গোয়ালাবাজর সহ বিভিন্ন পয়েন্টে। এসব স্থানেও প্রয়েজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানায় হাইওয়ে পুলিশ। সিলেট নগরীর ভিথর জ্যাম মোকাবেলা করবে মেট্রো-পুলিশ। এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন টোল-প্লাজায় দক্ষ লোকের অভাবে অহেতুক গাড়ীর জ্যাম লেগে বিড়ম্বনার সৃষ্টি হয়। আবার সড়কের বিভিন্ন স্থানে ভাঙ্গা থাকায় ও অঅনুমোদিত অসংখ্য হাট-বাজার থাকায় যেমনি দুর্ঘটনা ঘটে তেমনি যাত্রা পথে বিলম্বেরও কারণ।