ইসলামী শক্তিকে সেক্যুলার ও সেমি সেক্যুলার দল বা জোটে ভোট না দেয়ার আহবান বৃটেনের উলামায়ে কেরামের

বাংলাদেশ যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

বৃটেনের সর্বস্তরের উলামায়ে কেরাম বাংলাদেশের ইসলামী দলসমূহকে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার আহবান জানিয়েছেন। প্রতিটি নির্বাচনী আসনে ‘এক বাক্স এক ক্যান্ডিডেট’ নীতিতে ইসলামী প্রার্থী নির্ধারণ করার জন্য ঐক্যবদ্ধ কৌশল গ্রহনকে সময়ের দাবি হিসেবে উল্লেখ করেছেন। সমৃদ্ধ জাতি গঠনে ইসলামী শক্তিকে নেতৃত্বের ভূমিকায় আসার আহবান জানিয়ে তারা দৃঢ়তার সাথে বলেন, এটিই জুলাই-আগস্ট গণবিপ্লবের জনআকাঙ্খা। খোদাভীরু, সৎ এবং দেশ প্রেমিক নেতৃত্ব ছাড়া আমাদের জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা সম্ভব নয়। এক্ষেত্রে ইসলামী শক্তিকে সেক্যুলার ও সেমি সেক্যুলার দল বা জোটে ভোট না দেয়ার আহবান জানিয়ে বলা হয়, সাময়িক সুবিধার জন্য এসব দল অথবা জোটের সাথে ঐক্য বা সমঝোতার চিন্তাকে কোনভাবেই বিবেচনায় নেয়ার সুযোগ নেই।

গত সোমবার লন্ডন ফোর্ড স্কোয়ার অডিটোরিয়ামে অনুষ্ঠিত উলামা-মাশায়েখ সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ। জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ নাঈম আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম যুক্তরাজ্যের সিনিয়র সহ-সভাপতি মুফতি আবদুল মুনতাকিম, জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের মহাসচিব মুফতি মাওসুফ আহমদ, হেফাজতে ইসলাম ইউকের সাধারন সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, খেলাফত মজলিস যুক্তরাজ্যের সহ-সভাপতি হাফিজ মাওলানা আবদুল কাদির, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের সহ-সভাপতি আলহাজ মাওলানা আতাউর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ-সভাপতি মাওলানা সৈয়দ তামিম আহমদ, বালাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের সহ-সভাপতি মাওলানা শাহনূর আহমদ, খেলাফত মজলিস যুক্তরাজ্যের সহ-সাধারন সম্পাদক হাফিজ মাওলানা আবদুল করীম, জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের যুগ্ম মহাসচিব মাওলানা মামনূন মহিউদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের জয়েন্ট সেক্রেটারী মাওলানা আখতারুজ্জামান, জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের সহ-সাধারন সম্পাদক মাওলানা আবদুল বাসিত, লন্ডন মহানগর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা ইমদাদুর রহমান মাদানী, যুক্তরাজ্য খেলাফত মজলিসের নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আবদুল আহাদ, কওমি সলিডারিটি এলায়েন্সের সমন্বয়ক মাওলানা আনিসুর রহমান প্রমুখ।

বরেণ্য উলামা-মাশায়েখ ইসলাম ও জাতীয় স্বার্থের প্রশ্নে সকল ইসলামী দলকে একমঞ্চে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, ইসলামী দলসমূহের দায়িত্বশীল ও উলামায়ে কেরামের সমন্বয়ে আগামী দিনের রাষ্ট্র ও সরকার গঠনে নিয়ামকের ভূমিকা পালন কল্পে নিজেদের বোঝাপড়া ও সমঝোতায় আরো দৃশ্যমান ও সুস্পষ্ট কর্ম-কৌশল গ্রহন করতে হবে। সভায় বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও রাজনৈতিক মেরুকরণ বিশ্লেষণ করে বলা হয়, আগামি দিনের রাষ্ট্র ও সরকার গঠনে ইসলামী দলগুলোকে প্রাসঙ্গিকতা অর্জনের জন্য সম্মিলিত ইসলামী জোট গঠন করে বিকল্প শক্তি হিসেবে গড়ে তুলতে হবে।

স্বল্প ও দীর্ঘ মেয়াদী কর্ম কৌশল উপস্থাপন করে সমাবেশে উপস্থিত উলামায়ে কেরাম বলেন, স্বল্প মেয়াদী কৌশল হিসেবে আগামী নির্বাচনের জন্য সারাদেশে ইসলামী দলসমূহকে ‘এক বাক্স এক ক্যান্ডিডেট’ নীতির সুদৃঢ় ঐক্য গড়তে হবে। আর দীর্ঘ মেয়াদী কৌশল হবে- ইসলামী নেতৃত্বকে জাতীয় পর্যায়ে পলিসি মেকিংয়ের শক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সুদৃঢ় অংগীকারে জাতীয় ভিত্তিক ঐক্যবদ্ধ কর্মসূচি প্রনয়ন করা।

সভায় বাংলাদেশের উলামায়ে কেরাম এবং ইসলামী নেতৃত্বের বিবেচনায় ও আশু সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়ে কয়েকটি প্রস্তাব গৃহীত হয়। এতে বলা হয়:
১- অবিলম্বে সকল ইসলামী দলের আনুষ্ঠানিক ঐক্যের ঘোষণা ও একত্রে প্রোগ্রাম প্রণয়ন
২- অবিলম্বে ‘এক বাক্স এক ক্যান্ডিডেট’ নীতিতে আনুষ্ঠানিক ঐকমত্য এবং সমঝোতা ভিত্তিক বিভিন্ন এলাকায় প্রার্থী নির্ধারণ করা
৩- বিভাগীয় ও জেলা ভিত্তিক সম্মিলিত সমাবেশ ও কর্মসূচী পালন করা
৪- কেন্দ্রীয় ও স্থানীয় সমন্বয় কমিটি গঠন করা
৫- স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থান ঘোষণা, ফ্যাসিবাদের বিচার সম্পন্ন করা, সমাজে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন, সংবিধান থেকে বহুত্ববাদের প্রস্তাব প্রত্যাহার ও মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন ও ব্লাসফেমির জন্য শাস্তির বিধান অন্তর্ভূক্তির দাবিতে দেশব্যাপী সম্মিলিত জনসভা করা
৬- বড় কোন সেকুলার বা সেমি সেকুলার জোটের সাথে না যাওয়া
৭- নিছক সংসদের কয়টি আসন এবং সাময়িক ক্ষমতাকে লক্ষ্য না করে বৃহত্তর ইসলামী শক্তি হিসেবে জোট গড়ে তোলে জাতীয়ভাবে অপরিহার্য স্বতন্ত্র শক্তি হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্যে দীর্ঘমেয়াদী পলিসিতে ঐকমত্যে পৌঁছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *