ইসরায়েলে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

ইসরায়েলের দ্বিতীয় দফা আক্রমণের জবাবে এবার দেশটির সামরিক ও বিমান ঘাঁটিগুলোতে একযোগে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা থামার লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। শুক্রবার (১৪ জুন) মধ্যপ্রাচ্যের দেশ দুটিতে একে অপরের হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে। তবে হতাহতের বেশির ভাগেই ইরানের। উভয় পক্ষের কর্মকর্তারাই তাদের অভিযান চালিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) শুক্রবার রাতে এ হামলা চালানোর কথা জানিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, ‘ট্রু প্রমিস ৩’ নামের এ অভিযান শুরু হয়েছে।

ইসারায়েলের সামরিক বাহিনীর দাবি, ইরান ১০০টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যেগুলোর বেশির ভাগ তারা ঠেকিয়েছে।

এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতের যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইসরায়েলকে সহায়তা করেছে। ভূমিতে স্থাপিত ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার মাধ্যমেই এগুলো ভূপাতিত করা হয়েছে। এখনও যুদ্ধবিমান কিংবা যুদ্ধ জাহাজের সহায়তা নেওয়া হয়নি।

তেল আবিবের পূর্ব দিকের এলাকা রামাত জানের বিধ্বস্ত ভবনের আশপাশ থেকে আহত ব্যক্তিদের সরিয়ে নেওয়ার ছবি ও ভিডিও দেখা গেছে।

ইসরায়েলের তেল আবিব মহানগর এলাকায় রকেট হামলায় পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় অ্যাম্বুলেন্স সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম।

আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। মাগেন ডেভিড অ্যাডম-এর এক মুখপাত্র জানিয়েছেন, ‘এই মুহূর্ত পর্যন্ত তেল আবিব এলাকায় হামলার খবর পাওয়া সাতটি স্থানে আমাদের দল পাঠানো হয়েছে উদ্ধার কাজের জন্য।’ ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *