প্রবীণ সাংবাদিক, লেখক ও কবি ইসমাঈল হোসেন দিনাজী দীর্ঘ দিন ধরে অসুস্থ অবস্থায় বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। বাংলাদেশ কালচারাল অ্যাকাডেমির (বিসিএ) সভাপতি আবেদুর রহমান তার বাড়িতে উপস্থিত হয়ে রোগমুক্তি কামনায় দোয়া করেন।
সোমবার (৩০ জানুয়ারি) বাড়িতে চিকিৎসাধীন ইসমাঈল হোসেন দিনাজীকে দেখতে যান বিসিএ সভাপতি আবেদুর রহমান। এ সময় তার সাথে ছিলেন বিসিএ সেক্রেটারি ইবরাহিম বাহারী, প্রচার সম্পাদক হারুন ইবনে শাহাদাত ও নির্বাহী সদস্য ইয়াকুব বিশ্বাস। তারা কবি ইসমাঈল হোসেন দিনাজীর পাশে অনেক সময় কাটান এবং শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
কবি ইসমাঈল হোসেন দিনাজী দৈনিক সংগ্রামের ফিচার এডিটর, জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের স্থায়ী সদস্য। তিনি বহুগ্রন্থ প্রণেতা ও সুলেখক। তার লেখা উল্লেখ্যযোগ্য গ্রন্থ- বরাহসময়, ফুলঝুরি পাখিটা, ইসলামের ছায়াতলে ভারতের ভগবান এবং বিভিন্ন ধর্মগ্রন্থে আল্লাহ ও মুহাম্মদ সা.।
বাংলাদেশ কালচারাল অ্যাকাডেমির কর্মকর্তারা এবং কবি ইসমাঈল হোসেন দিনাজী দেশবাসীর কাছে তার রোগমুক্তির জন্য দোয়া কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।