গ্রিসের দুটি তেল ট্যাংকার আটক করেছে ইরান। আটকের সময় জাহাজ দুটি ছিলো পারস্য উপসাগরে। ২৮ মে, শনিবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-র এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সূত্রে জানা যায়, ইরানের সে বিবৃতিতে বলা হয়, আইন লঙ্ঘনের দায়ে শুক্রবার ট্যাংকার দুটি আটক করা হয়েছে। জাহাজ আটকের এ ঘটনায় ইরানের বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ করেছে গ্রিস।
এর আগে সম্প্রতি গ্রিসের উপকূলের কাছে রাশিয়ার পরিচালিত একটি জাহাজে থাকা ইরানের তেল জব্দ করে যুক্তরাষ্ট্র। ওই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তেহরান। এর কয়েক দিনের মাথায় শুক্রবার পারস্য উপসাগর থেকে গ্রিক তেল ট্যাংকার আটকের ঘোষণা দিলো আইআরজিসি।
ইরানের বার্তা সংস্থা নূর নিউজ জানিয়েছিল, গ্রিসের হাতে ইরানি তেল ট্যাংকার আটকের বিরুদ্ধে অচিরেই ‘শাস্তিমূলক ব্যবস্থা’ নেবে তেহরান। অবশ্য কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে সে সম্পর্কে বার্তা সংস্থাটি কোনও ইঙ্গিত দেয়নি।গ্রিসের উপকূল হতে ইরানের তেলবাহী জাহাজ জব্দের বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গ্রিস সরকার ইরানি তেল ট্যাংকারটির তেল অন্য একটি ট্যাংকারে স্থানান্তর করে তা আমেরিকার কাছে হস্তান্তর করেছে।
শুক্রবার গ্রিসের জাহাজ আটকের এই ঘটনার পর গ্রিক নাগরিকদের ইরান সফর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে গ্রিক পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তেহরানের পদক্ষেপকে ‘জলদস্যুতার সমতুল্য’ বলে আখ্যায়িত করা হয়েছে।
এদিকে এথেন্সে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের কাছেও এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে গ্রিক কর্তৃপক্ষ।
শুধু তাই নয়, গ্রিক পররাষ্ট্র মন্ত্রণালয় ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনকেও বিষয়টি সম্পর্কে অবগত করেছে।
সূত্র: আল জাজিরা, রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান
আরও পড়ুন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার