ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু করে ভোর রাতে হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানের ইসলামিক রেভল‍্যুশনারি গার্ডের প্রধান কার্যালয়ের ওপরও হামলা হয়েছে। এতে আইআরজিসি’র কমান্ডার হোসেইন সালামি এবং ইরানের শীর্ষস্থানীয় দুই পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানা গেছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হামলার বিষয়টি নিশ্চিত করেন। সেই সাথে তাদের দেশে জরুরি অবস্থাও ঘোষণা করেন। তিনি বলেন, “খুব শীঘ্রই ইসরায়েলের ওপর পাল্টা হামলা” চালাতে পারে ইরান।

বিবিসির খবরে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, “এই হামলা ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রে আঘাত হেনেছে” এবং “এটি অনির্দিষ্টকাল চলবে।” তিনি আরও বলেন, “ইরানের কাছে এত বেশি পরিমাণে পরমাণু উপাদান মজুত রয়েছে, যা দিয়ে তারা কয়েক দিনের মধ্যেই পারমাণবিক বোমা তৈরি করতে পারে।”

‘এই অভিযানে যুক্তরাষ্ট্রের কোনও সম্পৃক্ততা নেই’

এ হামলায় যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয় বলে জানিয়েছে হোয়াইট হাউজ। ইরানে ইসরায়ল হামলা চালানোর পরপরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি বিবৃতিতে বলেছেন যে, এই অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই।

তিনি বলেন, “আজ রাতে ইসরায়েল ইরানের বিরুদ্ধে একতরফাভাবে সামরিক পদক্ষেপ নিয়েছে। ইরানের বিরুদ্ধে এই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা এখন আমাদের শীর্ষ অগ্রাধিকার এখন।”

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, হামলায় আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিশুদের মৃত্যুর খবর পাওয়া গেছে। হামলার পরপরই তেহরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।

ইসরায়েলি হামলায় নিহত দুই জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানীর নাম প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। তাদের একজন হলেন, ফেরেয়দুন আব্বাসি। মি. আব্বাসি ইরানের পারমাণবিক শক্তি সংস্থা, এইওআই-এর সাবেক প্রধান। ইরানের পারমাণবিক স্থাপনা দায়িত্বে আছে এইওআই। ইসরায়েলের হামলায় নিহত অপর বিজ্ঞানীর নাম মোহাম্মদ মেহেদী তেহরানচি। তিনি তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি। বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *