১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন ইমরান খান এবং সেই দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য রমিজ রাজা। ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন ইমরান খান। আর রমিজ রাজা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান। গতকাল টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন রমিজ রাজা। সেখানে ক্যাপশনে লেখা, ‘আরও বলার সাহস করি!’
ভিডিওতে তিনি বলেন, ‘দয়া করে আমার কথাগুলো মার্ক করে রাখেন এবং এটিই সত্যিই ভবিষ্যদ্বাণী। তিনি (ইমরান খান) সফল হবেন। সফল হতে বাধ্য। আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করতে পারেন। কিন্তু তিনি সফল হবেন এবং আপনাকে বারবার ভুল প্রমাণ করবে। কারণ, তার ভালো উদ্দেশ রয়েছে। তিনি কঠোর পরিশ্রমী এবং বুদ্ধিমান।’
ভিডিও ক্লিপটি ২০১৯ সালে পাকিস্তানের বিখ্যাত অভিনেত্রী সামিনা পিরজাদার সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারের। এর আগের বছরের আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ইমরান খান।