ইমরানসহ তিন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

সময় সংবাদ সাম্প্রতিক
শেয়ার করুন

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি)। এছাড়া ইমরানের দলের আরেক দুই নেতা আসাদ ওমর ও ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধেও এই পরোয়ানা জারি করা হয়েছে। আদালত অবমাননার অভিযোগে তাদের বিরুদ্ধে এই পরোয়ানা হয়। তবে এটি জামিনযোগ্য বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

জিও নিউজ বলছে, মঙ্গলবার (১০ জানুয়ারি) ইসিপির চার সদস্যের বেঞ্চ এ পরোয়ানা জারি করে। মামলার শুনানি নেন ইসিপি সদস্য নিসার দুররানি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের আগস্টে পিটিআইয়ের এসব নেতার বিরুদ্ধে বিভিন্ন সভা, সংবাদ সম্মেলন ও গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারকে অপমান করার অভিযোগে অবমাননার নোটিশ পাঠায় ইসিপি।

সেইসময় নোটিশে অভিযোগ করা হয়, পিটিআইয়ের নেতারা বিভিন্ন অনুষ্ঠানে ইসিপির বিরুদ্ধে অসম্মানজনক, অসংলগ্ন ও অবমাননাকর মন্তব্য করেছেন। 

ইসিপির বেঞ্চ মঙ্গলবার শুনানির সময় পিটিআইয়ের নেতাদের অব্যাহতির আবেদন প্রত্যাখ্যান করে। আগামী ১৭ জানুয়ারি শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে। ওই দিন পিটিআইয়ের তিন নেতাকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *