যুক্তরাজ্য, ফ্রান্স, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, মিসর সহ ইউরোপ ও মধ্যপ্রাচ্য এবং অনেক দেশে সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ শনিবার চাঁদ দেখা না যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার কোনো দেশে চাঁদ দেখা গেছে, এমন খবর এখন পর্যন্ত পাওয়া গেছে।
সৌদি কর্তৃপক্ষ আজ শনিবার জানিয়েছে, দেশটিতে চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার হবে শাওয়াল মাসের প্রথম দিন।
সংযুক্ত আরব আমিরাতে চাঁদ দেখা কমিটি জানিয়েছে, তাদের দেশে চাঁদ দেখা যায়নি। ফলে ঈদ হবে সোমবার।
তুরস্কেও সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশটিতে আজ শনিবার চাঁদ দেখা না যাওয়ায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
যুক্তরাজ্য ও ফ্রান্সেও চাঁদ দেখা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছেন, শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ঈদ হবে সোমবার।
অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে আগামী সোমবার পবিত্র ঈদুল ফিতর পালন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।