নতুন করে ইউরোপের আরও দুই দেশে গ্যাস সরবরাহ বন্ধ করতে যাচ্ছে রাশিয়া। দেশ দুটি হলো ডেনমার্ক এবং নেদারল্যান্ডস।
পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা দেওয়ায় মস্কো ‘বন্ধু নয়’ এমন সব দেশের কাছে নিজ দেশের মুদ্রা রুবলের বিনিময়ে গ্যাস বিক্রি করতে চায়। কিন্তু ডেনমার্ক এবং নেদারল্যান্ডস রুবলে মূল্য পরিশোধ করতে অপারগতা প্রকাশ করেছে। যার ফলে রাশিয়া ইউরোপীয় এ দেশ দুটিতে গ্যাস বন্ধ করে দিচ্ছে। এর আগে পোলান্ড, বুলগেরিয়া ও ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া।
জানা গেছে, ৩১ মে, মঙ্গলবারের পর নেদারল্যান্ডসে আর গ্যাস দেবে না রাশিয়া। ডাচ গ্যাসকোম্পানি গ্যাসটট্যারা এই তথ্য নিশ্চিত করেছে। ডেনমার্কের দুটি কোম্পানিও একই কথা বলেছে।ডেনমার্ক মোট জ্বালানি চাহিদার ৪ শতাংশ এবং নেদারল্যান্ডস ২ শতাংশ রাশিয়ার গ্যাস থেকে পূরণ করে থাকে। তবে নেদারল্যান্ডস কর্তৃপক্ষ বলছে, তারাও বসে নেই। তার অন্য উৎস থেকে গ্যাস ক্রয় করার চেষ্টা করছে।
সূত্র: আল জাজিরা, সিএনএন
আরও পড়ুন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার